‘আমি আমার স্ট্রাগেল বিক্রি করতে চাই না’, বললেন অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি

 অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুদীপ্তা ব্যানার্জি। নিজের অভিনয় দিয়েই বরাবর দর্শকের মন জিতেছেন। বর্তমানে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে অভিনয় করেছেন।

অভিনয় জীবনে সাফল্য থাকলেও অভিনেত্রীর জীবনে গল্পে ছিল প্রচুর চড়াই-উৎরাই। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে অনেক স্ট্রাগ্লের মধ্যে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরেছিলেন। আর তাই আজকে তার জীবনের গল্প অন্যরকম।

নিজের ব্যক্তিগত বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি জন্য আজ সকলের কাছে অন্যরকম। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আমি কখনোই চাইনি আমার জীবনের স্ট্রাগল নিয়ে প্রচার হোক। শৈশব থেক আমি চরম অভাবের মধ্যে কাটিয়েছি। একসময় তো এমন দিন গেছে টাকা না দেওয়ার জন্য কেবল লাইন কেটে দেওয়া হয়েছিল। অনেকে চান নিজেকে চর্চায় আনার জন্য এসব কথা বলতে। কিন্তু আমি ছোট থেকে যে লড়াই লড়েছি সেটা নিজের মধ্যেই রেখেছি।’

অভিনেত্রীর মতে,  ‘আমি আমার স্ট্রাগেল বিক্রি করতে চাই না। আমি চাই মানুষ আমার কাজ দেখুক, কাজের মাধ্যমেই আমাকে চিনুক।’ নিজের কষ্টের গল্প প্রচার করে তিনি সহানুভূতি পেতে চান না বরং ভালো কাজ করে একজন অভিনেত্রী হওয়াই তার পরিচয়।