‘অভিনয়ে আমি আর ফিরতে চাই না’, অকপট অভিনেত্রী রচনা ব্যানার্জি

অভিনেত্রী রচনা ব্যানার্জি

রচনা ব্যানার্জি যেমন অভিনয় জগতে সাফল্য পেয়েছেন ঠিক তেমনি নিজের ব্যবসা প্রতিস্থানে। অভিনেত্রী, সঞ্চালিকা, রাজনীতির ময়দান, ব্যবসা সবেতেই যেন তিনি সফল।

একসময় নিজের শাড়ির ব্যবসার প্রসঙ্গে ‘দি ওয়াল’ পত্রিকায় সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘সবাই বলছিল আমার নিজের কিছু একটা করা উচিত ‘দিদি নাম্বার ওয়ান’ তো আছেই। কিন্তু তার পাশাপাশি যদি করা যায় তাহলে কেমন হয়। রেস্টুরেন্ট খুললে অনেক হ্যাপা আছে আর তার তদারকি করা আমার পক্ষে সম্ভব হত না। তাই বিকল্প ব্যবসার কথা ভাবছিলেন যা বাড়িতে বসেই করা যায়। আর সেখান থেকেই শুরু ‘রচনা’স ক্রিয়েশন’ এর যাত্রা।’

অভিনেত্রী আরও জানান, ‘একশো জন মানুষের মধ্যে পাঁচটা মানুষ খারাপ কথা রটাবে, নব্বইটা মানুষ ভালো কথা বলবে। তো পাঁচটা মানুষের কথা আমি শুনবো না, শুনি না। বলছে বলুক, কি যায় আসে! যাঁরা শাড়ি কেনেন তাঁরা জানেন কোন শাড়ির কত দাম হওয়া উচিত। যদি খুব বেশি দামি শাড়ি হতো তাহলে মানুষ আমার থেকে শাড়ি নিতেন না’।

অভিনয়ে কি আর কখনোই ফিরবেন না রচনা। এই প্রসঙ্গে এদিন তিনি জানিয়েছিলেন, ‘আর আমার ছবি করার ইচ্ছে নেই। কোন ফিল্মই আমি আর করতে চাই না। অভিনয় জগতে আর ফিরতে চাই না, কারণ আমার ছবি করার ইচ্ছে নেই, সময়ও নেই। দিদি নাম্বার ওয়ান করার সঙ্গে সঙ্গে এই ব্যবসা সামলে আমার পক্ষে আর ছবি করা সম্ভব নয়’।