অভিনেত্রী ডলি বসু একদিকে তিনি যেমন নাট্যকর্মী ও অভিনেত্রী হিসেবে পরিচিত অন্যদিকে প্রাক্তন রাজনৈতিক পরিবারের সদস্য তিনি। বিচ্ছেদের পর অভিনেত্রী নাকি একাকিত্বে ভুগছেন! কাজ নেই?
ডলি বসুর আরও একটি পরিচয় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রাক্তন পুত্রবধূ। জ্যোতি বসু পুত্র চন্দনের সঙ্গে খুব অল্প বয়সে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। যদিও সেই সম্পর্কে বিচ্ছেদ হয়, আলাদা হয়ে যান ডলি ও চন্দন। এরপরে নিজের মতো করেই জীবনে চলেছেন ডলি।
ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলতে কখনই পছন্দ করেন না ডলি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাতকারে পুরনো অধ্যায় নিয়ে আবার প্রশ্ন তুলতেই মুখ খুললেন অভিনেত্রী।
এত স্বনামধন্য পরিবারের বউ হওয়া সত্বেও বিচ্ছেদের পর সেখান থেকে বেড়িয়ে আসা মানসিকভাবে কতটা কঠিন ছিল? ডলি সোজাসাপ্টা জবাব দেন, “মানসিকভাবে দুরত্ব আমাদের অনেক দিন আগে থেকেই তৈরি হয়েছিল। ছেলেমেয়েদের নিয়ে একাই থাকতে শুরু করেছিলাম, তারপর বিচ্ছেদ তো শুধুমাত্র একটা কাগজের লেখা।”
বিচ্ছেদের পরেও জ্যোতি বসুর প্রাক্তন পুত্রবধূর পরিচয় নিয়ে কি বলতে চান অভিনেত্রী? এরআগেও একাধিকবার প্রশ্ন উঠতেই চুপ থেকেছেন অভিনেত্রী। ডলির কথায়, “আমার একদম পছন্দ নয় এই নামটা। আমি একজন অবাঙ্গালি হয়েও বাংলা শিখে এতদিন ধরে কাজ করছি। মনে রাখার মত কিছু অভিনয় তো করেছি। তাহলে অভিনেত্রী হিসেবেই আমাকে ডাকলে বেশি খুশি হবো।”
বিচ্ছেদের পর সন্তান্দের একা হাতে মানুষ করা কতটা কঠিন ছিল? সন্তানদের প্রতিক্রিয়াই বা কি ছিল? ডলির জবাব, “কোন সন্তানই চায় না বা মেনে নিতে পারে না পারিবারিক বিচ্ছেদ। তার থেকেও বেশি যখন দেখে বাবা কিংবা মা তাদের ছেড়ে আরও নতুন একটা পরিবার গড়েছে।”

