সন্তানকে মানুষ করতে গিয়ে একজন মায়ের অনেক কিছু ত্যাগ করতে হয়। নিজের ক্যারিয়ারকে ভুলতে হয়। তবে সেই যুগ পাল্টেছে। এখন সন্তান মানুষ করার পাশাপাশি মায়েরা নিজের ক্যারিয়ারকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে সেলিব্রেটিরা।
এরকম একজন তারকা হলেন বাংলা সিরিয়ালের অভিনেত্রী মানসী সেনগুপ্ত। যিনি নিম ফুলের মধু ধারাবাহিকে মৌমিতা চরিত্রে অভিনয় করেছিলেন। শুনলে অবাক হবেন সন্তান জন্মের ২০ দিনের মাথায় কাজে ফিরেছেন। এমনকি ছোট শিশুকে নিয়ে সেটে দৌড়াচ্ছেন। তিনি নাকি সি সেকশনের চারদিন পর গাড়ি চালিয়ে নিজে ছেলেকে বাড়ি এনেছেন।
ফাস্টিং ১৫ কেজি ওজন ঝরিয়েছে মানসী। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মানসী জানিয়েছেন, ‘আমি ছেলেকে স্তন্যপানে অভ্যস্ত করাচ্ছি না। কারণ এই অভ্যেস করালে ও সেটা ছাড়া থাকতে পারবে না। এ দিকে মায়ের দুধও দরকার সন্তানের। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে দুগ্ধ নিষ্কাশন করে রাখি। তার পর সেটা আমি অথবা আমার পরিবারের অন্য কেউ খাইয়ে দেয়। কারণ মাস কয়েক পরে এই অভ্যেস থাকলে আমি কাজে বেরোতে চাইলে আমাকে ছাড়তে চাইবে না। আমাকে সব দিক দেখতে হবে। কাজে তো বেরোতেই হবে, ভবিষ্যৎটা ভাবতে হবে।’