‘ছোট বয়সে বিয়ে করার জন্য আমার আর নায়িকা হওয়া হল না’, বললেন অভিনেত্রী সমতা দাস

অভিনেত্রী সমতা দাস

বিনোদন জগতের  এক জনপ্রিয় অভিনেত্রী সমতা দাস। বাংলা ইন্ডাস্ট্রির তাকে একজন দক্ষ এবং দাপুটে অভিনেত্রী বলা চলে। খুব ছোট বয়স থেকে অভিনয় করেছেন তিনি।

ক্লাস টু-তে পড়াকালীন জন্মভূমি’তে শিশু শিল্পী হিসেবে সমতা অভিনয় জগতে পা রাখেন।  ‘এক আকাশের নিচে’ ধারাবাহিকে টুসকি চরিত্রে দর্শকের মনে ছাপ ফেলেন। এরপর একাধিক ধারাবাহিক চুটিয়ে অভিনয় করেছেন।

‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে বহুদিন পর আবার ছোটপর্দায় অভিনেত্রী সমতা দাস। মাঝে কেন ছোটপর্দা থেকে গায়েব ছিল অভিনেত্রী। আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, ১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করি। পরিবারের কেউ সে সময় মেনে নেননি আমার সম্পর্ক। যার ফলে ব্যক্তিগত জীবন আলুথালু হয়ে গিয়েছিল। এতটাই সমস্যার মধ্যে ছিলাম তখন আর নিজের কেরিয়ারে মন দিতে পারিনি। তার পর যখন ফিরলাম তখন অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে। চেহারাও সে ভাবে ধরে রাখতে পারিনি। হয়তো আমারই দোষ’।