‘চাই না এমন সন্তান! মা বলেই ব্ল্যাকমেইল…’ নাম না নিয়েই মেয়ের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন মা চাঁদনী

অহনা দত্ত'

মেয়ের প্রেমের খবর জানার পর থেকেই মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের সাথে দূরত্ব তৈরি হয়েছে অভিনেত্রী অহনা দত্ত’র। অন্যদিকে অহনা-দীপঙ্করের ঘরে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। সন্তান জন্ম দিতেই মেয়েকে ঘিরে ইঙ্গিত পূর্ণ পোস্ট করলেন চাঁদনী।

তবে সেখানে অহনার নাম উল্লেখ করেননি অহনার মা চাঁদনী। মঙ্গলবার একটি স্টোরি শেয়ার করে চাঁদনী লেখেন, ‘তিলে তিলে বড় করা সন্তানকে দেখার জন্য যদি শর্ত দেওয়া হয়, কোনও অপরাধীকে মেনে নিলে তবেই আপনি দেখা পাবেন আপনার সন্তানের, তাহলে চাই না এমন সন্তান।’

‘মা বলেই ব্ল্যাকমেইল করা খুব সহজ, কিন্তু মায়েরা দরকার হলে কঠিন হতে ভয় পায় না। ATM machine না হলে যত্নটা ঠিক আসেনা তাই তো। কারোর ২১ দিন রক্ত গঙ্গা বয়ে গেলেই বা কীসের কী? সেই সন্তানের মা তো কোন ATM machine না।’

অহনা দত্ত'

মা মেয়ের সম্পর্কে চিড় ধরে দীপঙ্করের আগমনে। আর সেই কারনেই অহনার মায়ের এই ক্ষোভ প্রকাশ। দীপঙ্কর ডিভোর্সি। আর এমন কাউকে মেয়ে বিয়ে করুক সেটা মোটেই চাননি চাঁদনী। প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক পোস্টও করেন অহনার মা। আজও মেয়ের এই সম্পর্ক মেনে নিতে নারাজ চাঁদনী।

অন্যদিকে মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ করে ২০২৩ সালে দীপঙ্করের সঙ্গে গোপনে আইনি বিয়ে সেরে ফেলেন অহনা।

অহনা দত্ত