টলিউড থেকে বলিউড সর্বত্রই দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের সন্তানেরা বড় হয়ে তাদের বাবা-মায়দের পথেই হেঁটেছে। কিন্তু নিজে একজন অভিনেত্রী হয়েও, তার মেয়ে অভিনেত্রী হোক সেটা চান না বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
সুদীপ্তা চক্রবর্তী শুধু অভিনেত্রী নন একজন ভালো নৃত্যশিল্পীও। তার মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। একসময় দাপিয়ে বড় পর্দা থেকে ছোটপর্দায় কাজ করেছেন। তবে তিনি একেবারেই চান না তার মেয়ে চেহারা সাথে খাপ খাইয়ে অভিনেত্রী হোক। সদ্য এক সাক্ষাৎকারে অভিনয় জগত নিয়ে বিস্ফোরক মন্তব্যে করেন সুদীপা।
তিনি জানান, “আজকাল অভিনয়ের কোনও দাম নেই, যেটা আছে সেটা হল একজন অভিনেত্রীর বাহ্যিক সৌন্দর্য। ভারতবর্ষের সিনেমাতে এখন নায়িকা সুন্দর কিনা সেটা দেখেই কাস্ট করা হয়”।
অভিনেত্রী আরও জানান, “যে ধরণের চেহারা থাকলে প্রধান চরিত্রে কাস্ট করা হয়, সেই ধরণের চেহারা আমার মেয়ের হবে না ভবিষ্যতে। ওর গড়ন দেখলে বোঝা যায়। আমি চাই না, ও ভবিষ্যতে এটা ভাবুক আমি ওরকম নয় বলে চরিত্রগুলো পেলাম না। সেটা ওকে মারাত্মক হীনমন্যতায় ভুগবে। বাংলা সহ গোটা ভারতবর্ষে একই পরিস্থিতি। অভিনয় পারুক বা না পারুক, সে দেখতে কেমন সেটা জরুরী। তাই আমি অন্তত চাই না ও অভিনেত্রী হোক”।