
সোশ্যাল মিডিয়ায় বিয়ের দুটি ছবি শেয়ার করে নিয়েছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়। একটি মহুয়ার কনে সাজে আর একটি বরের বেশে শাশ্বত চট্টোপাধ্যায়ের। বিয়ের স্মৃতিচারণা করতে গিয়ে এই ছবি পোস্ট।
শাশ্বত চট্টোপাধ্যায় এবং মহুয়া চট্টোপাধ্যায়ের দাম্পত্য জীবন প্রায় ২৫ বছরের। বিচ্ছেদের যুগে সুখে সংসার করছেন তারা। তাদের এক মেয়ে হিয়া খুব শীঘ্রই অভিনয় জগতে পা রাখতে চলেছেন।
সুখী দাম্পত্যে জীবন প্রসঙ্গে TV9 বাংলাকে শাশ্বতের স্ত্রী মহুয়া জানান, ‘বরকে স্পেস দিই। কন্ট্রোল করার চেষ্টা করি না। আমি ওঁর স্ত্রী, মা নই। এটা মেনে চলতে পারলে আমিই ভালো থাকব। না হলে আমারই মাথার মধ্যে সব কিছু ঘেঁটে যাবে বলে মনে করি। ‘
View this post on Instagram