বাংলা ইন্ডাস্ট্রির মহানায়ক ছিলেন একজনই আর তিনি থাকবেন – এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করেন আপমার বাঙালি। তবে বর্তমানে দাঁড়িয়ে একাধিক শিল্পীদের ‘মহানায়ক’ তকমা দেওয়া হচ্ছে এটা মানতে একেবারেই রাজী নয় বর্ষীয়ান অভিনেত্রী রত্না ঘোষাল।
একসময় তিনি কাজ করেছেন স্বয়ং উত্তম কুমারের সঙ্গে। আর নিজে চোখে তার অভিনয় দেখেছেন। উত্তম কুমারের যে কারো তুলনাই আসে না। এমনকি বর্তমান শিল্পীরা তার ধার কাছেও ঘেঁষতে পারবে না এমনটাই মনে করেন রত্না ঘোষাল।
এক সাক্ষাৎকারে তিনি জানান, “মহানায়ক তকমাটা উত্তম কুমার ছাড়া আর অন্য কারো পাওয়া উচিত বলে অন্তত আমি মনে করি না। আমাদের ইন্ডাস্ট্রিতে বলা হয় আজ এ মহানায়ক, ও মহানায়ক। কিন্ত মহানায়কের কাছাকাছি যাওয়ার যোগ্যতাও নেই কারোওর।”
অভিনেত্রী আরও জানান, “ইন্ডাস্ট্রিতে মহানায়ক উত্তমকুমার ছাড়া আর কেউ ছিলেনও না এবং হবেনও না। তার মতো হতে গেলে উত্তমকুমার হতে গেলে আগে তাঁর মত করে শিখতে হবে। ছবি দেখতে হবে। তিনি যে কত মানুষকে বাঁচিয়েছিলেন সেটা কেউ জানেই না। এখন তার মতো আর কেউ নেই।”