ছোটপর্দার একজন চেনা মুখ গৌরব রায় চৌধুরী। যাকে শেষবারের মতো ছোটপর্দায় দেখা গিয়েছিল ‘পুবের ময়না’ ধারাবাহিকে। বর্তমানে নিজের ছবির শুটিং নিয়ে ব্যস্ত অভিনেতা। আপাতত ছোটপর্দা থেকে দূরে রয়েছেন গৌরব।
কর্মজীবনের পাশাপাশি গৌরব ভীষণ ভাবে ফ্যামিলি ম্যান। পরিবারকে ঘিরেই তার সবকিছু। একসময় এই নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অভিনেতা। তিনি জানিয়েছিলেন, “আমি মানুষটা আসলে খুব সাধারণ, টাকা বাঁচিয়ে চলতে পছন্দ করি, আমার কাছে ১ টাকার যতটা গুরুত্ব, অনেক টাকারও সেই একই গুরুত্ব।”
অভিনেতা আরও বলেন, ‘আমি খুব একটা প্রচারে থাকতে পছন্দ করি না। আমি বিশ্বাস করি আমার রোজগার যদি ২টাকাও হয়, সেটাই যেন স্বীকার করতে পারি। শো-অফ করা আমার পছন্দ নয়, আমি খুবই সাধরণ। শুধু অভিনয়ের জন্যই আমি চরিত্র হয়ে উঠি। তখন পরিচালক, প্রযোজক যা বলেন আমি শুনি। তবে শটের সেটে আমি অন্যমানুষ। ১২ বছর আগে আমি যেমন ছিলাম, আমি আজও সেভাবেই বাঁচি। শো-অফ করে, নিজেকে বিশাল দেখিয়ে কী করব! আমি নিজের শিকড়কে ভুলি না।”