এক পডকাস্ট চ্যানেলে সাক্ষাৎকারে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য মন্তব্য করেন, “আমি কখনও হাতাকাটা ব্লাউজ় পরব না, কখনও ছোট জামা পরব না। কারণ আমি শরীর বেচে রোজগার করতে আসিনি। বরং প্রতিভা বিক্রি করতে এসেছি।” আর এই মন্তব্যের পর সৃষ্টি হয় বিতর্ক।
অভিনেত্রী সৌমি পাল শ্বেতার নাম না করেই এই মন্তব্যের বিরুদ্ধে গর্জে ওঠে। শ্বেতার এই মন্তব্য অনেকে পাল্টা মন্তব্য করেছেন। এরই মাঝে অনুরাগীরা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর তুলনা টেনে আনেন।
সাই পল্লবী যেমন স্বল্প পোশাক পরেন না, তাকে শুধুমাত্র শাড়ি পরতেই দেখা যায়। শ্বেতার সঙ্গে সাই পল্লবী তুলনা নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী।
আনন্দবাজার ডট কমকে শ্বেতা বলেন, ‘‘আমি সত্যিই সাই পল্লবীকে চিনি না। ওঁর কোনও ছবিও দেখিনি। রুবেল সদ্য ছবি দেখাল ওঁর। তবে আমি আজ নয়, বরাবর বলেছি হাতকাটা ব্লাউজ় পরব না, ছোট জামা পরব না। কারণ, ওটা আমাকে মানায় না। আমার হাতে গড়নটা এই ধরনের ব্লাউজ় পরার জন্য মাননসই নয়। আর ইন্ডাস্ট্রিতে যখন শুরু দিকে এসেছিলাম, একজন খ্যাতনামী বলেছিলেন ছোট পোশাক না পরলে কাজ মেলে না। আমি বলেছিলাম, শরীর বেচতে নয়, প্রতিভা বিক্রি করতে এসেছি।’’
শ্বেতা আরও জানান, তিনি কারো উপর আঘাত করে কথা বলেননি শ্বেতার কথায়, ‘‘কে কী পরবে সেটা আমি কেন বলে দেব? আমি পরিবার সংসার নিয়ে থাকতে ভালবাসি। এই তো মিশমি কী সুন্দর সব পোশাক পরে! ওকে মানায়, চমৎকার লাগে দেখতে। আমাকে সেই ধরনের পোশাক মানায় না, তাই পরি না। আর যাঁরা সমালোচনা করছেন তাঁদের প্রচুর সময় আমাকে নিয়ে ভাবার। আমার এত সময় নেই। আমি নেতিবাচক দিকে কান দিই না। কেউ যদি আমার পিছনে কিছু বলে সেটা তাঁর রুচি। আমি তো কারও নাম নিইনি। আমি শ্বেতা ভট্টাচার্যের জীবন নিয়ে বলেছি।’’
সূত্রঃ https://www.anandabazar . com/