‘আমার হাতে এখন কাজ নেই, ওজনের জন্য যদি কাজ না পাই আমার কিছু যায়-আসে না’, বললেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী

অভিনেত্রী অনামিকা চক্রবর্তী

অভিনেতা উদয় প্রতাপ সিংহয়ের স্ত্রী তিনি। একসময় নিজেই নায়িকা হিসাবে দাপিয়ে বেড়িয়েছেন বাংলা টেলিভিশনে। রাজযোটক, এখানে আকশ নীলের নায়িকা হয়ে জিতেছেন দর্শকের মন। মাঝে কিছু ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এই মুহূর্তে একেবারেই কাজের সুযোগ নেই বাংলা সিরিয়ালে।

কাজ না পাওয়ার জন্য অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর বাড়তি ওজন বাঁধা হয়ে দাঁড়াল। হিসেব করলে দেখা যাবে গত পাঁচ বছর তেমন কাজ পাননি অনামিকা। সিরিয়ালে কাজের সুযোগ না পেয়ে আপাতত রোজনামচা ভ্লগিংয়েই মন দিয়েছেন ছোটপর্দার হিয়া।

কাজের প্রসঙ্গে অভিনেত্রী অনামিকা চক্রবর্তী আনন্দবাজার ডট কমকে জানায়, ‘এক মাসও হয়নি। দর্শকের থেকে আমি যা ভালবাসা পাচ্ছি, তাই ভ্লগিং খুবই উপভোগ করছি। আর সঙ্গে ভাল রোজগারও হচ্ছে, কেন করব না?’

বাংলা সিরিয়ালে কাজ না পাওয়া নিয়ে অনামিকা বলেন, সত্যি বলছি আমার হাতে এখন কাজ নেই। আর ওজনের জন্য যদি আমার কাজ পাওয়া না পাওয়া নির্ভর করে তা হলে আমার কিছু যায়-আসে না। জীবনে অনেক কিছু দেখে ফেলেছি। উকে ভয় পাই না আমি। হাতে কাজ নেই এখন। ভ্লগ করছি, ভাল আছি। তাতে কেউ আমায় নতুন কোনও সুযোগ দিলে ভাল। না হলেও ঠিক আছে।’