২ বছর পর পর্দায় তৃণা! ‘হাতে সিনেমা, সিরিজের কাজ নেই, তাই সিরিয়ালে ফিরলাম’, বললেন অভিনেত্রী

অভিনেত্রী তৃণা সাহা

প্রায় ২ বছর পর বাংলা সিরিয়ালে ফিরতে চলেছেন অভিনেত্রী তৃণা সাহা । মাঝে তাকে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে দেখা গেলেও তা স্বল্প সময়ের জন্য। ছোটপর্দা থেকে বিরতি নিয়েছিলেন প্রায় ২ বছর আগেই। চুটিয়ে একের পর এক সিনেমা, সিরিজে কাজ করছিলেন।

প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরেই ছোটপর্দায় প্রথম পা রেখেছিলেন তৃণা। ২০১৬ সালে তার  অভিনীত ‘খোকাবাবু’ ছিল তার প্রথম ব্রেক। এত বছর পর আবার স্নেহাশিস চক্রবর্তীর প্রোজেক্টে কাজের সুযোগ পেয়ে আনন্দিত অভিনেত্রী।

‘এই সময় অনলাইন’কে দেওয়া সাক্ষাৎকারে তৃণা জানান, ‘আমি টেলিভিশনে ফিরব না, এমন কখনও ভাবিনি। তা ছাড়া, আমার হাতে এখন এতো কাজও নেই, যে টেলিভিশনের অফার ফিরিয়ে দেবো। সিনেমা, সিরিজ়ের কিছু কাজ এসেছিল। হয় আমাকে তাঁদের পছন্দ হয়নি, কিংবা আমার কিছু জিনিস ভালো লাগেনি। তা ছাড়া, কিছু ছবি তৈরি হলেও, রিলিজ় করার কোনও নিশ্চয়তা থাকে না। সব মিলিয়ে আমি টেলিভিশনে ফিরব বলে ঠিক করলাম।’

তৃণা আরও বলেন, ‘স্নেহাশিসদার সঙ্গে কাজ করা ভীষণ স্বস্তির। চিত্রনাট্য লেখা, পরিচালনা, এডিট করা, গান লেখা, মিউজ়িক সবটাই একা হাতে করেন স্নেহাশিসদা। তাই ব্লুজ়-এর তরফ থেকে যখন আমার কাছে প্রস্তাব এসেছিল, দু’বার ভাবিনি।’