আমার হাতে একগুচ্ছ কাজ থাকে না, গুটি কয়েক সুযোগ আসে, বললেন অভিনেত্রী তৃণা সাহা

অভিনেত্রী তৃণা সাহা

স্টার জলসার নতুন ধারাবাহিকের মধ্যে ‘আজকের নায়ক পরশুরাম’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু। প্রথমদিন থেকেই এই ধারাবাহিক জনপ্রিয়তা পাচ্ছে দর্শকমহলে। এমনকি টিআরপির তালিকায় প্রথম তিনে উঠে এসেছে।

এই মেগার সাফল্যের কৃতিত্ব কি তৃণা। ছোটপর্দায় জনপ্রিয় মুখ তিনি। এর আগে খড়কুটো দারুণ সাড়া ফেলে। তবে মেগা ধারবাহিকের হিটের কৃতিত্ব নিতে রাজী নন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে তৃণা বলেন, ‘সত্যিই আমার কোনও কৃতিত্ব নেই। সবটাই গল্প এবং ধারাবাহিকের ভাগ্য। যদি কৃতিত্ব আমার হত তা হলে আমার সব ধারাবাহিকই হিট হত। আমাদের কাঁধে যে দায়িত্বটা রয়েছে সেটা অবশ্যই ভাল করে পালন করতে হবে। কিন্তু মনেপ্রাণে বিশ্বাস করি, এ আমার একার কৃতিত্ব নয়। আর তা ছাড়া ইন্ডাস্ট্রিতে ৯ বছর কাটিয়ে ফেলার পর বুঝতে পারলাম নিজেদের কাজটা মন দিয়ে না করলে মুশকিল। আমার হাতে একগুচ্ছ কাজ থাকে না, গুটি কয়েক সুযোগ আসে। তার মধ্যেই বেছে নিতে হয়। তাই যেটা পাচ্ছি সেটা মন দিয়ে করতে হবে আমায়।’