হাতে কাজ নেই, অর্থ কষ্টে রয়েছেন সুস্মিতা চক্রবর্তী! ‘এখন আর এত ডাক পাই না’, বললেন অভিনেত্রী

সুস্মিতা চক্রবর্তী

বাংলা সিরিয়ালের এমন অনেক অভিনেত্রী কাজ করেছেন যাদের আর এখন পর্দায় দেখা যায়না। ঠিক যেমন অভিনেত্রী সুস্মিতা চক্রবর্তী। একসময় বাংলা সিরিয়ালে চুটিয়ে কাজ করেছেন কখনো মা, কাকিমা আবার কখনো শাশুড়ির চরিত্রে। তবে বর্তমানে পর্দা থেকে যেন হারিয়ে গেছেন।

সম্প্রতি ‘আম অর্পিতা’ ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে নিজের বর্তমান অবস্থা এবং কিছু আক্ষেপের কথা তুলে থাকে। সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আগে ভালোবেসে সম্মান করে মানুষ ডেকে নিয়ে যেত কাজ করতাম। তবে এখন আর সেই সুযোগটা নেই। এখন আর এত ডাক পাই না। তবে কেউ যদি ডাকে আমায় সুযোগ দেয় তাহলে অবশ্যই আছি কিন্তু আমি যেচে পড়ে কারো কাছে কাজ চাইতে পারব না। সবাই সবটা করতে পারে না।’

অভিনেত্রী বলেন, ‘একজন শিল্পী হিসাবে কাজ করতে পারছি না কষ্ট হচ্ছে। অর্থনৈতিক কষ্ট তো আছে, কারণ এটা আমার আর আমার স্বামীর রুটি রোজগার তাই কষ্ট তো রয়েছেই। তবে তার থেকে বেশি কষ্ট দেয় আমি একজন শিল্পী হয়ে অভিনয় করতে পারছি না। খিদে রয়েছে কিন্তু খিদেটা এখন আর মেলে না। আবেগগুলো আটকে আছে।’