মেগা ধারাবাহিক মানেই যে শুধু নায়ক-নায়িকা তা নয়, পার্শ্বচরিত্রে অভিনয় করা অভিনেত্রীরাও সমান গুরুত্ব পায়। বহু বছর ধরে পার্শ্বচরিত্রে অভিনয় করা এমন একজন অভিনেত্রী হলেন অবন্তি দত্ত। একটা সময়ে ছোটপর্দার বহু ধারাবাহিকে দাপিয়ে কাজ করেছেন অবন্তি। তার অভিনয় দক্ষতাকে বরাবর মানুষ প্রশংসা জানিয়েছেন। পেয়েছেন দর্শকের অগাধ ভালোবাসা। বর্তমানে তাকে সেভাবে ছোটপর্দায় দেখা যাচ্ছে না।
শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকে। এরপর দীর্ঘ কয়েক মাস অভিনেত্রীর হাতে কোন কাজ নেই। দিনকয়েক আগে ‘চিরসখা’য় তিনি কাজ করেছেন ছোট্ট একটি ভূমিকায়।
কাজ পেলেও ‘চিরসখা’য় তার চরিত্রটিকে পুতুলনাচের মতই মনে হয়েছে অভিনেত্রীর। অবন্তীর কথায়, ‘বহু মাস পরে ‘চিরসখা’য় একদিন কাজ করে এলাম। যেহেতু ওরা অনেক সাজিয়ে দিলো, গয়না পরালো, ভালো শাড়ি দিলো, ভাবলাম এসবের একটা সুবিচার করা উচিত আমার। তাই বেশ কয়েকটা ছবি তুললাম। নিজেকে এতখানি সাজগোজ করা অবস্থায় বহুদিন দেখি না তো। বেশ পুতুলনাচের চরিত্র মনে হচ্ছিল।’
অবন্তী আরও বলেন, ‘কিছুই করার নেই কেবল হাসি বিতরণ ছাড়া। তাই-ই সই। মনুষ্য তথা পুতুল সমাজ তো বিচার পায় না। তারা সারাজীবন বিচারাধীনই থাকে। আর এটা আমরা কায়মনোবাক্যে মেনে নিয়েছি অতএব…।’
এর আগেও হাতে কাজ না থাকায় বহু সময়ে মুখ খুলেছেন অবন্তী। ‘এই সময় অনলাইন’কে অবন্তী বলেছিলেন, ‘সোজা কথায় আমি কাজ পাচ্ছি না। কী যে হচ্ছে আমি বুঝতে পারছি না।’ এর আগেও ‘চিরসখা’ ধারাবাহিকে মিটিলের মায়ের চরিত্রে আমি কয়েক দিন কাজ করেছিলেন। মে মাসের পর থেকে ডাক পাননি তিনি। তবে তিনি অপেক্ষায় রয়েছেন আবারও কবে ডাক আসে।

