“আমার মেয়েকে তো কাছে পাই না.. এত সমালোচনা আমাকে নিয়ে “, মুখ খুললেন চিরদিনই তুমি যে আমার খ্যাত ‘রাজলক্ষ্মী’ ওরফে অনিন্দিতা সাহা

অনিন্দিতা সাহা কপিলেশ্বরী

জিতু- শিরিন ছাড়াও ‘চিরদিনই তুমি যে আমারে’ আলাদা করে দর্শকের নজর কেড়েছে ছোটপর্দার ‘রাজলক্ষ্মী’ মানে আর্যর মা। আর এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনিন্দিতা সাহা কপিলেশ্বরী। এই মুহূর্তে শাশুড়ি হিসাবে দর্শকের বিপুল ভালবাসা পাচ্ছেন তিনি।

এর আগে বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করলেও রাজলক্ষ্মী চরিত্রের জন্যই অভিনেত্রী অনেক বেশি আলোচনায়। অভিনেত্রীকে নিয়ে যে এত সমালোচনা হচ্ছেসসাল মিডিয়া জুড়ে। তাতে কেমন অনুভূতি অনিন্দিতার?

অনিন্দিতা বললেন, “এর আগে অনেক ধারাবাহিকে অভিনয় করেছি। মানুষ দেখেছেন। কিন্তু আমাকে নিয়ে এত আলোচনা হয়নি। আর এমনিতেই আমাদের ধারাবাহিক টক অফ দ্য টাউন।”

এই মুহূর্তে দেখানো হচ্ছে, বাড়ির বড় বৌমা এবং ছোট বৌমার সঙ্গে শাশুড়ির রসায়ন। এক দিকে যেমন নতুন বড় বৌমা রাজলক্ষ্মীর চোখের মণি, তেমনই ছোট বৌমার সঙ্গে নরম-গরম সম্পর্ক তার। রাজলক্ষ্মী বড় বৌমার চরিত্রে দেখা যাচ্ছে শিরিন পালকে। আর ছোট বৌমা হচ্ছেন দীর্ঘই পাল।

বাস্তবে শিরিন- দীর্ঘইর সাথে সম্পর্ক কেমন অভিনেত্রীর? অনিন্দিতা বলেন, “অভিনয় করতে করতে ওরা যেন আমার সন্তানসমই হয়ে গিয়েছে। আমার মেয়েকে কাছে পাই না। বাইরে পড়াশোনা করছে। তাই ওদের নিজের মেয়ের মতোই ভাবি। একসঙ্গে আড্ডা দিই। ভুল করলে বকিও। তাই আরও ভাল লাগছে কাজটা করতে।”