কয়েকদিন আগে কসবায় একটি ভ্যাকসিন ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিন নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। যেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বয়ং তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী । সেদিন ক্যাম্পে দাঁড়িয়ে ভ্যাকসিন নিয়েছিলেন অভিনেত্রী।
ভ্যাকসিন নেওয়ার একদিন পর সার্টিফিকেট না পাওয়ায় পুলিশে দ্বারস্থ হন মিমি। ব্যাপারটি খতিয়ে দেখার পর জানা যায়, ভ্যাকসিন ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। শারীরিক অসুস্থ হয়ে পরেছিলেন অভিনেত্রী। তবে ভুয়ো ভ্যাকসিন প্রসঙ্গে মিমিকে নিয়ে অনেক ট্রোল করা হলেও চুপ ছিলেন মিমি।
এবার ভুয়ো ভ্যাকসিন নিয়ে মুখ খুললেন সাংসদ মিমি চক্রবর্তী। এক সাক্ষাৎকারে মিমি জানায়, “যেকোনো কিছু প্রথম কাউকে না কাউকে দিয়ে শুরু করা হয়। এবার সেটা আমাকে দিয়ে হল। এরপর আমি শারীরিক এবং মানসিক কষ্ট পেয়েছি। তবে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সামনে আসায় অনেক মানুষ ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন। এটা ভেবে আমি খুশি”।
মিমি আরও বলেন, “ভুয়ো ভ্যাকসিন আমাকে অনেকে ট্রোল করেছেন। তবে আমি ট্রোলারদের পাত্তা দিই না। আমি জানি ভালোবাসার মানুষরা এতদিন পাশে ছিলেন এবং থাকবেন”।