‘বিয়ে হয়ে গেলে কাজ কম পাব এটা আমি মানি না’, বললেন অভিনেত্রী অনন্যা গুহ

অভিনেত্রী অনন্যা গুহ

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুণ্ডু’র সাথে অবশেষে ২৫ শে ফেব্রুয়ারি বাগদান সারেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ। সকালে আশীর্বাদে সেজেছিলেন একেবারে বাঙালি সাজে। বিকেলে এনগেজমেন্টের গ্র্যান্ড পার্টিতে জমকালো ওয়েস্টার্নে ধরা দেন অভিনেত্রী।

আড়াই বছরের প্রেম পূর্ণতা পেল। সুকান্তের সাথে প্রথম পরিচয় অনন্যার দিদি অলকানন্দের সূত্র ধরেই। অলকা আর সুকান্ত একে অপরের বেস্ট ফ্রেন্ড। আর অলকাই বেস্ট ফ্রেন্ডের সাথে নিজের বোনের সম্পর্ক গড়ে দেয়। প্রথমে সুকান্তকে পছন্দ না করলেও পরবর্তীকালে সেই অনন্যার প্রিয় মানুষ হয়ে উঠেছে।

অনন্যা মাত্র ২১ বছর বয়স। খুব অল্প বয়সেই বিয়ে করে ফেললেন। শোনা যায়, টেলিভিশন পর্দায় কুমারী মেয়েরাই নাকি বেশি অভিনয় সুযোগ পায়। কাজ হারানোর ভয় হয়নি অনন্যা? এই প্রসঙ্গেই আনন্দ বাজার অনলাইনকে অভিনেত্রী জানান, ‘বিয়ে হলে কম কাজ পাব, মনে করি না। আমার কাজ আমার পরিচয়। সেখানে কোনও ফাঁকি দেব না।’

সুত্রঃ www . anandabazar . com