‘আমি কেকের বিরুদ্ধে বলতে চাই নি, আমি তো ওঁর গানের ভক্ত’, বললেন রূপঙ্কর বাগচী! ‘বিপদে পড়ে সুর পাল্টাচ্ছে রূপঙ্কর’, দাবি নেটিজেনদের

রূপঙ্কর বাগচী

চলে গেলেন ভারতবিখ্যাত সঙ্গীতশিল্পী কে কে। যাঁর গানের সুরে ভারতের আপামর শ্রোতা মুগ্ধ, তার অকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা ভারতে। মঙ্গলবার রাতে কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তী।

হাম দিল দে চুকে সনম, তুনে মারি এন্ট্রিয়াঁ, হাম রেহে ইয়া না রেহে কাল, প্যায়ার কা পাল, তু আশিকি হ্যায়, আলভিদা’র মতো কিছু জনপ্রিয় গান উপহার দিয়ে গেলেন। এভাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। কে কে এর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় রাগে ফুঁসছে নেটিজেনরা।

জনপ্রিয় গায়কের চলে যাওয়ায় পরই রূপঙ্কর বাগচী’র মন্তব্যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতার নজরুল মঞ্চে দু’দিনের জন্য শো করতে এসেছিলেন বলিউডের বিখ্যাত গায়ক কে কে। কে কে মানেই যে অনুরাগীদের উন্মাদনা সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কে কে নিয়ে কলকাতার মানুষদের উন্মাদনা দেখে লাইভে এসে বেফাঁস মন্তব্য করে বসেছিলেন রূপঙ্কর। আর তারপরের দিনই মারা যান কে কে।

পরশু লাইভে এসে রূপঙ্কর বাগচী বলেছিলেন, ‘হু ইজ কেকে? আমি ইমন সোমলতা অনুপম ক্যাকটাস রূপম, কেকে’র থেকে অনেক ভালো গান গাই। আপনাদের তখন উত্তেজনা হয় না কেন?’ আর তারপরের দিন অর্থাৎ গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ যখন কে কে মারা যান, তারপর থেকেই নেটিজেনদের কাছে আক্রমণের শিকার রূপঙ্কর। এমনকি টলির সেলেবরা তার মন্তব্যে চটে গেছেন।

এসবের মাঝে Zee ২৪ ঘণ্টা চ্যানেলে মুখ খুলতে দেখা যায় রূপঙ্করকে। সংবাদমাধ্যমে তিনি জানান, “”খুবই দুঃখ লাগছে। কষ্ট লাগছে। অত্যন্ত বড়় মাপের শিল্পী ছিলেন। এটা কোনও মৃত্যুর বয়স নয়। আমি কেকের বিরুদ্ধে বলতে চাই নি। আমি মানুষটাকে চিনিই না। আমি ওঁর বড় ভক্ত। আমি বাংলা গানের সপক্ষে বলেছিলাম”। তবে তার এই মন্তব্যে খুশি নন নেটিজেন। তাদের দাবি এখন বিপদে পড়ে সুর পাল্টাচ্ছে রূপঙ্কর।

source: zeenews.india.com

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here