‘আমি অভিনয় কখনো শিখিনি’, ইন্ডাস্ট্রিতে আসা নিয়ে মুখ খুললেন ফুলকি’র ভিলেন শার্লি মোদক

শার্লি মোদক

টেলি দুনিয়ার পরিচিত মুখ শার্লি মোদক। যাকে আপনারা ‘লক্ষ্মী কাকিমা’ সুপারস্টার ধারাবাহিকে হংসিনী চরিত্রে দেখতে পেয়েছিলেন। এরপর যদিও তাকে আর পর্দায় দেখা যায়নি। যদিও অভিনেত্রী জানিয়েছেন কাজ নিয়ে কথাবার্তা হচ্ছে, সম্ভবত খুব শীঘ্রই কামব্যাক করবেন পর্দায়।

অভিনেত্রী শার্লি মোদক প্রথম দর্শকমহলে পরিচিতি পান ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের হাত ধরে। যদিও পরবর্তী এক বছর ব্রেক নিয়েছিলেন। পর্দার ভাগ্যশ্রীকে প্রচুর ভালোবাসা দিয়েছিলেন মানুষ। যদিও দুর্ভাগ্য সেই ধারাবাহিক খুব বেশিদিন চলেনি।

এরপর ‘লক্ষ্মী কাকিমা’ তার জীবন পাল্টে দেন। তার অভিনয় দর্শকের প্রশংসা পায় এবং ঘরের মেয়ে হয়ে ওঠে হংসিনী। তবে জানেন কি অভিনয় জগতে আসার আগে নাকি তিনি অভিনয়ই জানতেন না, এমনকি অভিনেত্রী হওয়ার কোনও পরিকল্পনাই ছিল না। আচমকাই অভিনয়ের সুযোগ আসে তার কাছে।

সিটি সিনেমা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আমি জলপাইগুড়ি’র মেয়ে। একদিন মনে হল এবার কলকাতায় গিয়ে পড়াশুনো করার দরকার। তখন স্কুলজীবন। কলকাতায় পড়াশুনো করতে আসি। তখন কয়েকটা মডেলিং-এ সুযোগ পাই। কোনদিন মডেলিং করব সেটাও ভাবিনি। অভিনয় তো দূরের কথা। মডেলিং থেকেই একদিন কালার্স  থেকে কল আসে অডিশনের জন্য। আমি অভিনয় কখনো শিখিনি। আচমকাই ডাক পেয়ে অবাক হয়েছিলাম। অডিশন দিয়ে আসার পর সিলেক্ট হয়ে যাই ‘চিরদিনি তুমি যে আমার’ লিডের জন্য। ভাবতে পারেনি। বাবাকে ফোনকে জিজ্ঞেস করি কাজটা করব কিনা? বাবা বলেন এরকম সুযোগ মানুষ অনেক কষ্ট করে পায়। আর তুমি সেটা এমনিতেই পেলে। কাজটা করো। তারপর থেকে আমার অভিনয় যাত্রা শুরু”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here