বর্তমানে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। প্রায় ১৪ বছর পর ছোটপর্দায় ফিরেছেন তিনি। স্টার জলসায় ‘বন্ধন’ সিরিয়াল এবং ইটিভি বাংলায় ‘ষোলোআনা’য় শেষবারের মতো গিয়েছিল তাকে।
চোদ্দ বছর বড়পর্দায় চুটিয়ে কাজ করেছেন সাহেব। টেলিভিশনের ফিরেই ফের রাতারাতি সাফল্য পান। এখন দর্শকের কাছে এভি হিসাবেই পরিচিত সাহেব। এত সাফল্য পেয়ে আপ্লুত অভিনেতা।
বর্তমান প্ত্রিকার এক সাক্ষাৎকারে এভি থুড়ি সাহেব বলেছেন, ‘২০১০ সালের পর টেলিভিশনে ফিরে ভাবিনি এতটা সাফল্য পাব। এটা আমার কাছে অনেক দিনের পরিশ্রমের পুরস্কার। এই ১৪ বছরে সিনেমায় কাজ করতে করতে নিজেকে শারীরিক ও মানসিকভাবে তৈরি করেছি। বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করে অভিনয়ের দিক থেকে সমৃদ্ধ হয়েছি। সেইগুলো সব একত্রিত করে ‘কথা’য় কাজে লাগিয়েছি। আসলে কঠোর পরিশ্রমটাই মুখ্য বিষয়। গত এক বছরে প্রচুর ছবির কাজ ছেড়ে দিতে হয়েছে।’ তাতে কোনও আপশোস নেই সাহেবের। ঠিক যেমন বাংলা ছবির সংখ্যা কমে যাওয়াতেই কোনও আক্ষেপ নেই তাঁর। ‘এটা খুব ভালো সংকেত। সংখ্যা কমে যাওয়ায় ছবির গুণগত মানের উন্নতি হচ্ছে’।
সাহেবের মতে, ‘এই সময় যখন সিনেমার সংখ্যা কমে গেছে, টেলিভিশন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছে। বাঁচিয়ে রেখেছে। শিল্পী, কলাকুশলীরা সম্মানজনক পারিশ্রমিক পাচ্ছেন।’
সূত্রঃ bartamanpatrika . com