“প্রোডিউসারের নোংরা প্রস্তাব মানিনি বলেই আজ … “, মুখ খুললেন জগদ্ধাত্রী’র ‘মেহেন্দি’ ওরফে ঋতু রায় আচার্য্য

ঋতু রাই আচার্য

বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী, আর সেখানেই খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঋতু রাই আচার্য। নিজের অভিনয় দিয়েই মন জিতেছেন দর্শকের। অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বেশি খোলামেলা আলোচনা না করলেও সোশ্যাল মিডিয়ায় জীবনের নানা মুহূর্ত ভক্তদের সাথে মাঝে মধ্যেই ভাগ করে নেন তিনি।

ছোট থেকেই নাচ শিখতেন, বড় হয়ে স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তবে মেদিনীপুর থেকে কলকাতায় অভিনয় জগতে আসার জার্নিটা খুব একটা সহজ ছিল না তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় জগতের অন্ধকার দিক এবং কাস্টিং কাউচ নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন ঋতু। ইন্ডাস্ট্রিতে দর্শকদের চোখের আড়ালে যে কত ধরনের নোংরা কাজবাজ হয় তার ধারণা হয়ত অনেকেরই নেই।

এত বছর অভিনয় জগতে থেকেও নায়িকা হওয়ার সুযোগ পাননি ঋতু রাই। সেই প্রসঙ্গেই এবার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী।

ঋতু জানান, ‘আমি ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে এসেছিলাম। কিন্তু এখন পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হচ্ছে। কোনদিনও কোনো প্রলোভনে পা দিনি তাই হয়তো সুযোগ হাতছাড়া হয়েছে। ইন্ডাস্ট্রিতে আসার পর আমাকে কখনো এই ধরনের কোন প্রস্তাবের মুখে পড়তে হয়নি। আমি বুম্বাদার প্রযোজনা সংস্থার সাথে প্রথম কাজ শুরু করি। এখনো পর্যন্ত আমি কখনোই এই ধরনের পরিস্থিতির শিকার হয়নি। আর যারা এই পরিস্থিতির শিকার হয় আমি কখনো ইন্ডাস্ট্রির দোষ দেই না। যদি কেউ চায় সেই পথে যাবে তাহলে কারোর হাত থাকে না তাতে। হাজার হাজার মেয়ে দাঁড়িয়ে আছে কাজ পাবার জন্য তার মধ্যে থেকে যদি কেউ ঠিক করে নেয় আমি খারাপ পথে গিয়ে কাজ পাব তাহলে ইন্ডাস্ট্রির কিছু করার নেই।’

ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিরা ভালো করে জানেন যে নবাগতদের কাজের জন্য তাদের ওপরই নির্ভর করতে হবে। আর দুর্বলতার সুযোগ নিয়ে তারা ক্ষমতার অপব্যবহার করেন। কুপ্রস্তাব বা হেনস্থার শিকার হয়ে অনেক শিল্পী আছেন যারা মানসিকভাবে ভেঙে পড়েন এবং অভিনয় জগৎ ত্যাগ করেন।