অভিনয়ের নামে চা, জলখাবার বানানোর কাজ, নামী প্রযোজনা সংস্থায় ডাক পেয়েও ছবি থেকে বাদ! ‘খুব কেঁদেছিলাম…ভেবেছিলাম কিছুই হবে না’, কঠোর লড়াই করে আজ নিজের অভিনয়ের জন্যই প্রশংসা পাচ্ছেন ‘সন্তু’ তথা অভিনেতা তন্ময় মজুমদার

অভিনেতা তন্ময় মজুমদার

‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের হাত ধরেই দর্শকের ঘরে ছেলে হয়ে উঠেছেন অভিনেতা তন্ময় মজুমদার। যদিও দর্শকের সকলের কাছে তিনি ‘সন্তু’ নামেই বেশি পরিচিত। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করেছেন। সন্তু’র মতো একটি অন্যরকম চরিত্রে সাবলীল অভিনয়ে পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তন্ময়।

তবে জানেন কি আজ যেই তন্ময়ের অভিনয় ঘিরে দর্শকমহলে প্রশংসার ছড়াছড়ি তাকে একসময় সইতে হয়েছে অনেক অপমান। তবে অভিনেতা হওয়ার জেদ ছিল তার মনে প্রাণে। তাই শত অপমানিত হওয়ার পরেও এই ইন্ডাস্ট্রিতে আঁকড়ে ছিল ছোটপর্দার ‘সন্তু’। চলুন আজ আপনাদের প্রিয় সন্তু থুড়ি তন্ময়ের কিছু অজানা কথা ভাগ করে নেব আপনাদের সাথে।

বিগত ১৫ বছর আগে অভিনেতা হওয়ার স্বপ্ন চোখে নিয়ে কলকাতায় উঠে আসে বহরমপুরের এই ছেলে। খিদে ছিল নবীন শিল্পী হিসাবে বাংলা ইন্ডাস্ট্রিকে চেনা। জানেন কি তন্ময়ের শুরুটা হয়েছিল পর্দার নায়ক হয়েই। গ্রুপ থিয়েটারের কাজ করে নিজের পরিচিতি পাওয়ার পর  ‘বাকি ইতিহাস’ এর নায়ক হিসেবে প্রথম তন্ময়ের বড় কাজ।

তার আগে ২০১২ সালের ছবি ‘চুপকথা’। বাসের দৃশ্যে মুখ্য অভিনেতাদের পিছনে কিছু সময়ের জন্য কাজ। কাজের শেষে পারিশ্রমিক ছিল মাত্র ১০০ টাকা। সেখান থেকে শুরু হয় যাত্রা। এরপর এক নামী প্রযোজনা সংস্থা থেকে আসে সুযোগ। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে পৌঁছান শুটিং সেটে কিন্তু সব স্বপ্ন যেন নিমিষে শেষ হয়ে যায় যখন ছবি থেকে বাদ দেওয়া হয় তাকে।

সেই সময় আনন্দ বাজারের এক সাক্ষাৎকারে তন্ময় জানান, ‘খুব কেঁদেছিলাম। ভেবেছিলাম, হয়তো সত্যিই কিছু হবে না আমার। তবু লড়াই চালিয়ে গিয়েছি। যত বার বাদ দেওয়া হয়েছে, তত বেশি জেদ চেপেছে।’’

হাল ছাড়েননি, অপেক্ষা করে গেছেন একটা সুযোগের। আচমকাই এক প্রযোজনা সংস্থায় কাজের প্রতিশ্রুতি। কিন্তু তন্ময় ভাবতে পারেননি সেখানে মিলবে শুধুই অপমান। অভিনয়ের বদলে তাকে দিয়ে দীর্ঘদিন ধরে চা, জলখাবার বানানোর কাজ করানো হয়।

এরপরে ভাগ্যেটা যেন একটু একটু সায় দেয়। ২০১৬ সালে পরিচালক অরিন্দম শীলের ‘ধনঞ্জয়’ এবং ২০১৮ সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘বাঘবন্দি খেলা’-এ অভিনয় করেন তন্ময়।

২০১৯ সালে ‘বাকি ইতিহাস’- এর ছবি নায়ক হিসাবে ছবিতে সই করেন তন্ময়। গায়ের রং চাপার জন্য প্রতিদিন নুন মেশানো সর্ষের তেল মেখে কড়া রোদে ছাদে বসে থাকতেন। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে দেন নিজেকে তৈরি করার জন্য। এই ছবি দেশবিদেশ থেকে ঘরে পুরস্কার এলেও বাংলার প্রেক্ষাগৃহে ‘বাকি ইতিহাস’-এর মুক্তির জন্য মাথার ঘাম পায়ে পড়েছে পরিচালক তুষার বল্লভের। মিলেছে খানিক প্রশংসা। হাল ছাড়েননি তন্ময়। অভিনয়ের জন্য প্রযোজক-পরিচালকদের দরজায় কড়া নেড়েছেন।

বাকি ইতিহাস’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সম্মান পেয়েছেন তিনি। এরপর টুকটাক ধারাবাহিকে কাজ করেছেন। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগে প্রায় ৯ মাস তন্ময়ের হাতে কোনও কাজ ছিল না। তাই সন্তুর মতো চ্যালেঞ্জিং চরিত্রে সুযোগ পেয়ে উৎসাহিত হয়ে পড়েন প্রথমেই।

তন্ময়ের মতে, ১২ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেও তিনি এত প্রশংসা পাননি, যতটা প্রশংসা পাচ্ছেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের ‘সন্তু’ হয়ে। তাই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ অভিনেতা।