‘বাকি মায়েদের মতো ওকে সময় দিতে পারিনি’, আক্ষেপ অভিনেত্রী লাভলী মৈত্রের

অভিনেত্রী লাভলী মৈত্র

বাংলা টেলিভিশনের একজন অতি পরিচিত মুখ অভিনেত্রী লাভলী মৈত্র। যিনি ‘জল নূপুর’ ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার দর্শকের কাছে জনপ্রিয়তা লাভ করেছিলেন। বর্তমানে একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করছেন তিনি।

বর্তমানে ‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয় করেছেন। গতকাল ছিল মাতৃদিবস। মাতৃদিবসের দিন মাতৃত্ব নিয়ে আক্ষেপ সুর ভেসে উঠল লাভলী মৈত্রের গলায়।

হিন্দুস্থান টাইমস বাংলার মেয়ের কথা ভাগ করে নিলেন,। অভিনেত্রী জানান, ‘আমার মেয়ের যখন মাত্র দেড় বছর বয়স, সেই সময় থেকে আমি আবার কাজ করা শুরু করি। তারপর ওর যখন ২ বছর হয়, তখন আমি ভোটে প্রার্থী হয়েছিলাম। সেই তখন থেকে এখন পর্যন্ত এই ভাবেই চলছে। ও এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, এখন প্রায় ওর ৭ বছর বয়স। কিন্তু ছোট থেকে কখনও আমাকে নিয়ে কোনও অভিযোগ করেনি। প্রতিটা মুহূর্তে ও আমাকে সাপোর্ট করে এসেছে। আমার দিকটা ও বোঝে। তা না হলে এতটা সময় ওকে ছেড়ে, বাইরে কাজ করতে পারতাম না। ও কিন্তু ওর মতো করেই বড় হচ্ছে যাচ্ছে। আর কোথাও গিয়ে এটা আমার আফসোসের একটা জায়গা। মাঝে মাঝে মনে হয় মা হিসেবে ওকে যতটা সময় দেওয়ার দরকার ছিল, আমি ওকে ততটা সময় দিতে পারিনি। বাকি মায়েদের মতো হয়তো আমি ওকে সময় দিতে পারি না।’

অভিনেত্রীর এই বিষয় আক্ষেপ থাকলেও মেয়ে খুব বোঝে এই বিষয়টা। অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘এই জায়গাটা ও বোঝে। জানে যে ওর মা ওয়ার্কিং, আর তা নিয়ে আমার মেয়ে খুব গর্বিতও। ও জানে আমি বাইরেও কাজ করি, বাড়িতেও চেষ্টা করি যতটা পারা যায় ওকে সময় দিতে। আর এই সবটা থেকে আমি মা হিসেবে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে করি। ঈশ্বরের আশীর্বাদে আমার মেয়ে ছোট থেকে এখনও পর্যন্ত যেভাবে সবটা মানিয়ে নিয়েছে, আর আমার সঙ্গে যে ভাবে সহযোগিতা করেছে তাতে মা হিসেবে আমি খুব আনন্দিত ও গর্বিত।’