দক্ষতা থাকা সত্ত্বেও হাতে কাজ নেই! ‘কারোর ঘনিষ্ঠ হতে পারিনি…তাই সুযোগ নেই’, ক্ষোভ প্রকাশ অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের

অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত

খুকুমণি হোম ডেলিভারি, তুঁতের-র মতো জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা তিনি। নিজের অভিনয় গুণেই দর্শকমহলে স্থান পেয়েছে। বিশেষ করে খুকুমণি’র চরিত্রে প্রশংসিত হন। আজকাল বহু পুরনো নায়িকারা পর্দায় ফিরছেন কিন্তু দীপান্বিতা?

নিত্য নতুন ধারাবাহিক এলেও ভাগ্যের ছিঁড়ছে না দীপান্বিতার। ওয়েব সিরিজ করলেও হাতে গোনা একটা । সেভাবে তাকে আর পাওয়া যায়না পর্দায়। দক্ষতা থাকা সত্ত্বেও এত কাজের সুযোগ কম কেন?

আনন্দবাজার ডট কমকে দীপান্বিতা বলেন, “থ্রিলার আমার খুবই প্রিয়। আর এই ওয়েব সিরিজ়ে কত বড় মাপের অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি তাতেই আমি খুশি। গত কয়েক বছরে অনেক বড় সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। কাজের সুযোগ চেয়েছি। কিন্তু তাদের ঘনিষ্ঠ যাঁরা তাঁরাই সেখানে সুযোগ পান। আর ক্লিক শুধু আমার অভিনয় দেখেই সুযোগ দিয়েছে। আশা করছি, যখন অন্যান্য সংস্থা একই মুখ কাস্ট করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন হয়তো আমাদের মতো কেউ সুযোগ পাবে।” তবে অভিনেত্রীর জানান, ন্য মাধ্যমে কাজের জন্য অনেক দিন অপেক্ষা করেছেন তাঁরা। কিন্তু আর বেশি দিন নয়। আগামী দিনে যদি ভাল কোনও সুযোগ আসে তা হলে অবশ্যই ছোট পর্দায় অভিনয় করবেন।

এদিকে শোনা যাচ্ছে, লীনা গাঙ্গুলির একটি ধারাবাহিকের জন্য তাকে সুযোগ দেওয়া হতে পারে। যদিও এখনো সেটি চূড়ান্ত হয়নি।