কিছুদিন আগেই পর্দায় দিয়ে বিদায় নিয়েছে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। আর এই ধারাবাহিকে ভিলেন রুপের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মালবিকা সেন (Malabika Sen)। যিনি বাংলা চল্লচিত্র জগতের একজন জনপ্রিয় শিল্পী।
শুধু অভিনয় নয়, নাচেও সমানতালে পারদর্শী তিনি। তবে জানেন কি এই সফল অভিনেত্রীর জীবনেও রয়ে গেছে একটি আক্ষেপ। একবার নিজের জীবন নিয়েই টলি টাইম ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুলতে দেখা যায় অভিনেত্রীকে।
এদিন সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, একটা সময় ছিল যখন দিনে কুড়ি-চব্বিশ ঘণ্টা কাজ নিয়ে পরে থাকতেন। তবে তার পাশাপাশি জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় বিবাহিত জীবন। তার স্বামী তার থেকে দশ বছরের বড় ছিলেন। মাঝেমধ্যে বাচ্চা সুল্ভ আচরণ করতেন। তখন তাকে দুহাতে আগলে রেখেছিলেন। এমনকি তার স্বামী যেদিন মারা যান তিনি অভিনেত্রীর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই সময় তার কাছে কেউ ছিল না।
অভিনেত্রী আরও জানান, প্রত্যেক মেয়েরাই চায় সন্তানের মা হবেন। একজন নারী যখন বড় হয়ে ওঠে তার মধ্যে মাতৃত্ব গড়ে ওঠে। তিনি নিজে কখনো মা হতে পারেননি আক্ষেপ থাকলেও তার আঁচল আসলেই ভর্তি। কারণ তিনি যাদের ভালোবাসেন তাঁদের দুহাতে সন্তানের মত আগলে রাখেন। এখন বৃদ্ধ বাবা-মাই তার সন্তান। আর তাদের নিয়েই নিজের জীবন অতিবাহিত করছেন। তবে স্বামী মারা যাওয়ার পর একটা শূন্যতা গ্রাস করেছিল। সেই যন্ত্রণা কাটিয়ে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠেছেন।