‘আমি সন্তানের বাবা হতে পারিনি তো কী…’, বললেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়

শুভাশিস মুখোপাধ্যায়

বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় গুণী শিল্পী হলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। ব্যক্তিগত জীবন খুব একটা লাইমলাইটে আনতে পছন্দ করেন না এই বর্ষীয়ান অভিনেতা। ১৯৮৬ সালে  ঈশিতা মুখোপাধ্য়ায়কে বিয়ে করেছিলেন তিনি। নাটক মঞ্চেই আলাপ হয় দুজনের। সবমিলিয়ে ৪ দশকের সম্পর্ক তাদের।

দাম্পত্য জীবনের বহু বছর কেটে গেলেও এখনও তাদের মধ্যে ভালোবাসা কমেনি। একসময় টিভি9 বাংলার কাছে নিজের স্ত্রীকে নিয়ে অভিনেতা জানান, “ওর মতো মেয়ে হয় না। আমি ওকে পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবান বলে মনে করি।”

তবে এত বছর কেটে গেলেও কোথাও কি আক্ষেপ রয়েছে অভিনেতার জীবনে? এই প্রসঙ্গ তুলতেই টিভি9 বাংলার কাছে শুভাশিস মুখোপাধ্যায় স্পষ্ট জানান, “আমি সন্তানের বাবা হতে পারিনি তো কী আছে! এই নিয়ে আমার কোনও দুঃখ নেই। দিব্যি আছি আমি আর ঈশিতা। একজন আদর্শ জীবনসঙ্গী থাকা খুব দরকার।”