বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য। যিনি একাধিক বাংলা ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলী চরিত্রে অভিনয় করছেন।
সিরিয়ালের পর ছবিতেও কাজ করেছেন শ্বেতা। তবে বিনোদন জগতে সাফল্য পেতে নাকি কম্প্রোমাইজ করতে হয়। নাহলে নাকি ক্যারিয়ারে সাফল্য আসে না। এবার এই ধারণাকে ভুল প্রমাণ করতে মুখ খুললেন শ্বেতা।
সম্প্রতি স্টোরি উইথ সাহানা পডকাস্ট চ্যানেলের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজের কথা বলা হয়ে থাকে, আমাকেও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমাকে বলে হয়েছিল তুমি ইন্ডাস্ট্রিতে এসেছ স্লিভলেস বা শর্ট ড্রেস না পরো তাহলে ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না। সবাই জানে আমি ওগুলো পরি না। আমি স্লিভলেস পড়তে পারি না, আমি শর্ট ড্রেস পরতে পারি না। ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনও পোশাক আমি পরি।”
অভিনেত্রী আরও বলেন, “যখন আমায় বলা এইসব বলা হয়েছিল তখন আমি বলেছিলাম আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না। কিন্তু আমি এগুলো না করেও ১৫ বছর ধরে মেগাতে লিড করছি। আমাকে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রোযোজকরা কখনও শর্ট ড্রেস পরার জন্য জোর করেনি।’