টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘রোজগেরে গিন্নি’র দৌলতেই দর্শকের কাছে পরিচিতি পান পরমা বন্দ্যোপাধ্যায়। এই শোয়ে সঞ্চালিকা হিসেবে তাকে দেখেছে দর্শক। শুধু তাই নয় তিনি একজন গায়িকাও বটে। অসাধারণ গান গাওয়ার পাশাপাশি তিনি ‘রোজগেরে গিন্নি’র মত রিয়েলিটি শোকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিলেন তিনি।
তবে এই শো শেষ হবার পর থকে খুব একটা টেলিভিশনের পর্দায় দেখা যায়নি তাকে। পরবর্তীতে গান নিয়েই ব্যস্ত হয়ে পড়েন পরমা। বেশকিছুদিন আগেই যাত্রাপালা নিয়ে মন্তব্য করায় খবরের শিরোনামে উঠে এসেছিলেন পরমা। তবে পরে পরমা জানান, তিনি যাত্রাপালাকে ছোট করতে চাননি। পরমার কথায়, বর্তমানে নতুন প্রজন্মের গায়ক গায়িকাদের ভিড়ে পুরনো দিনের মানুষদের ট্যালেন্ট গুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমা জানিয়েছেন, ‘আমি এখনো গান গাইতে সক্ষম। যারা মনে করেন পরমা বন্দ্যোপাধ্যায় এখন আর গান গাইতে পারেন না। তারা একেবারেই ভুল, আমি আগামী ১০-১৫ বছরও গান গাইতে পারি। আর যারা মনে করে আমি গান গাওয়ার জন্য ২০-২৫ হাজার টাকা দাবি করি তাদের উদ্দেশ্যে বলে রাখি এমন অনেক শো হয়েছে যেখানে আমি বিনা পয়সায় গান গেয়েছি। আমার তো কোন পিআর টিম নেই তাই আমার হয়ে কথাগুলো কেউ প্রচার করার নেই। তাই আমি নিজেই আজকে এই কথাগুলো বললাম।’
পরমা আরও বলেন, ‘বর্তমান সময়ের কোন মিউজিক পরিচালক বা প্রযোজকরা যদি আমাকে দিয়ে গান গাওয়াতে চান বা মনে করেন আমি তাদের কোন কাজে আসতে পারি আমাকে দিয়ে গান করলে তাদের ভালো হবে তাহলে আমি রাজি। এভাবে আমি কথাগুলো আজ বললাম আর আমি এই সাহসটা পেয়েছি নিনা গুপ্তাজির কাছ থেকে।’