‘রাইমা-রিয়া ছাড়া আমি কারোর মা কিংবা মাসির চরিত্রে অভিনয় করতে পারব না…’ বললেন মুনমুন সেন

মুনমুন সেন
ছবিঃ আনন্দবাজার

টলিউড থেকে বলিউড, একসময় রুপে গুনে পর্দায় দাপুটে অভিনেত্রী ছিলেন মুনমুন সেন। বহু বছর পর্দার আড়ালে বর্ষীয়ান অভিনেত্রী। এবার কি তবে পাকাপাকিভাবে পর্দা থেকে বিদায় নিলেন অভিনেত্রী?

এই প্রসঙ্গে অভিনেত্রীর বিশেষ আর্জি! মুনমুন সেন বলেন, ‘ফিরতেই হবে একদিন, তবে সেটা যেন শুধু ফেরার জন্য ফেরা না হয়।’ পর্দায় ফিরলেও অভিনেত্রী চরিত্রটিকে হতে হবে অর্থবহ, যা বয়স দিয়ে মাপা যাবে না।

মুনমুন আরও বলেন, ‘শর্মিলা, রাখি, মৌসুমী এখন মায়ের চরিত্রে অভিনয় করেছেন আমি কিন্তু সকলের মা হতে পারব না! কেবল রাইমা-রিয়ার মা হিসেবেই থাকতে চাই। রাইমা বা রিয়ার ছাড়া আমি আর কারোর মা কিংবা মাসির চরিত্রে অভিনয় করতে পারব না।’ তিনি আরো বলেন তার মধ্যেও তিনি সুযোগ পেলে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে চান।

সুত্রঃ https: // tollygossip. com /

Previous articleসেরা শুভ রাত্রি ক্যাপশন । ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাপশন
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।