
টলিউড থেকে বলিউড, একসময় রুপে গুনে পর্দায় দাপুটে অভিনেত্রী ছিলেন মুনমুন সেন। বহু বছর পর্দার আড়ালে বর্ষীয়ান অভিনেত্রী। এবার কি তবে পাকাপাকিভাবে পর্দা থেকে বিদায় নিলেন অভিনেত্রী?
এই প্রসঙ্গে অভিনেত্রীর বিশেষ আর্জি! মুনমুন সেন বলেন, ‘ফিরতেই হবে একদিন, তবে সেটা যেন শুধু ফেরার জন্য ফেরা না হয়।’ পর্দায় ফিরলেও অভিনেত্রী চরিত্রটিকে হতে হবে অর্থবহ, যা বয়স দিয়ে মাপা যাবে না।
মুনমুন আরও বলেন, ‘শর্মিলা, রাখি, মৌসুমী এখন মায়ের চরিত্রে অভিনয় করেছেন আমি কিন্তু সকলের মা হতে পারব না! কেবল রাইমা-রিয়ার মা হিসেবেই থাকতে চাই। রাইমা বা রিয়ার ছাড়া আমি আর কারোর মা কিংবা মাসির চরিত্রে অভিনয় করতে পারব না।’ তিনি আরো বলেন তার মধ্যেও তিনি সুযোগ পেলে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে চান।
সুত্রঃ https: // tollygossip. com /