সারেগামাপা-র সূত্র ধরেই গানের জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন রাহুল দত্ত। সারেগামাপা-র ২০১৭-১৮ সিজনের প্রতিযোগী ছিলেন রাহুল। এর আগেও সারেগামাপা লিটল চ্যাম্পসের বিজয়ীও হয়েছেন রাহুল। বলতে গেলে সারেগামাপা পরিবারের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে রয়েছেন গায়ক।
তার গানের চর্চা থেকে শুরু করে প্রেম চর্চা সবটাই থাকে আলোচনার কেন্দ্রে। চলতি সপ্তাহে সারেগামাপা-র মঞ্চে শনিবারের এপিসোডে অতিথি শিল্পী হিসাবে হাজির ছিলেন সঙ্গীতশিল্পী। এদিনের এপিসোডে প্রতিযোগী যুগল কিশোরের সঙ্গ দেন তিনি। একসঙ্গে গাইলেন ‘বত্তমিজ দিল’।
প্রতিবারের মতো এবারও পারফরম্যান্স শেষে রাহুলের গানের গলার প্রশংসায় পঞ্চমুখ বিচারকরা। তারমধ্যে রাহুলের কণ্ঠে মুগ্ধ হয়ে ইমন চক্রবর্তী জানান, ‘রাহুল সারেগামাপা কমপ্লিট করল, নিজে গান বানাল, সেটা সাহস করে ইউটিউবে দিল। এখন ও একটা ইয়ুথ আইকন হয়ে গেছে। এখন ও নিজের গান, নিজের বেসিক গান মঞ্চে গায়। সেটা হাজার হাজার মানুষ গায়, এর থেকে বড় অ্যাচিভমেন্ট একজন আর্টিস্টের জন্য আর হতে পারে না।’
এদিনের এপিসোডের সেই অংশটুকু নিজের ফেসবুক পোস্টে শেয়ারও করেন রাহুল। সেখানে রাহুল জানিয়েছেন, ‘এটা আমার জন্য খুব ইমোশন্যাল মুহূর্ত ছিল। তাই সেদিন মঞ্চে দাঁড়িয়ে থ্যাঙ্ক ইউ ছাড়া আর কিছুই বলতে পারিনি। জি বাংলা সারেগামাপা আমার কাছে একটা স্কুলের মতো, এখানে কখনো জিতেছি, কখনো হেরেছি, কিন্তু কখনোই এই রিয়েলিটি শো নিয়ে বদনাম করতে পারিনি, কারণ আমি জানি এই মঞ্চ না থাকলে আমার মতো মধ্যবিত্ত পরিবারের একটি ছেলের গান গাওয়ার স্বপ্নটা শুধুই স্বপ্ন হয়ে থেকে যেত’।