সারেগামাপা-র খেতাব জয়ী অঙ্কিতা ভট্টাচার্যর গান দর্শকমহলে হামেশাই সাড়া ফেলে। সোশ্যাল মিডিয়াতেও গায়িকার জনপ্রিয়তা আকাশছোঁয়া। সম্প্রতি কোচবিহারে পারফর্ম করতে গিয়েছিলেন অঙ্কিতা। সেখানেই গায়িকার মন্তব্য জুড়ে কটাক্ষের ঝড়।
ঠিক কি এমন বললেন গায়িকা? অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে গান করতে উঠলেই দর্শকমহল থেকে অনেকেই জুবিনের গান করতে বলেন অঙ্কিতা কে। দর্শকের আবদারে অঙ্কিতা সতান বলে বসেন, ‘আমাকে কেউ জুবিনদার গান রিকুয়েস্ট করবেন না। আমি না ওঁনার গান গাইতে পারব না। কারণ আমি কারুর মৃত্য়ু নিয়ে ফুটেজ খেতে পারব না।’
অঙ্কিতার এই মন্তব্য ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। অনেকেই সহমত হতে পারেননি অঙ্কিতার এই মন্তব্য়ের সাথে। অকালেই সঙ্গীত জগতকে বিদায় জানিয়েছেন অসমের কিংবদন্তী গায়ক জুবিন গর্গ। এর মাঝেই গায়ককে ঘিরে নেটমাধ্যমে অঙ্কিতার এমন মন্তব্য়ে কটাক্ষ ধেয়ে আসে অঙ্কিতার দিকে। জুবিন গর্গের মত এত বড় মাপের শিল্পীকে নিয়ে এমন কথা যেন কিছুতেই মেনে নিতে পারছে না দর্শক।

