‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পারব না’, মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য। কিছুদিন আগে তাঁর অভিনীত ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হয়েছে। আপাতত ছুটিতে রয়েছে শ্বেতা। কবে আবার তাকে পর্দায় দেখতে পারবেন দর্শক তা জানা নেই।

পর্দার বাইরে থাকলেও এখন ফেসবুক ব্লগের মাধ্যমে দর্শকের সাথে সংযুক্ত থাকেন নিয়মিত। সম্প্রতি শ্বেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি স্টোরি উইথ সাহানা পেজ  থেকে শেয়ার করা হয়েছে। এই চ্যানেলে কিছুদিন আগে একটি পডকাস্ট শোতে হাজির ছিলেন অভিনেত্রী। সেখানে পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন। এদিনের আরও একটি ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলতে শোনা যায়।

শ্বেতা এই পডকাস্টে জানিয়েছিলেন, “আমি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে একেবারেই চাই না। যে দৃশ্যে অভিনয় করার পর আমাকে সেই দৃশ্য বাড়ির সকলের থেকে লুকোতে হবে বা আমি অস্বস্তিতে পড়বো যদি কেউ সেই দৃশ্য দেখে ফেলে, তাহলে আমি এমন দৃশ্যে অভিনয় করতে চাই না।’

আর স্বামী রুবেল যদি ঘনিষ্ঠ দৃশ্য করে? এই সাক্ষাৎকারে শ্বেতা জানান,

‘আমি কি করবো? আমি কিছুই করবো না। ওর কাজ, ওর যদি মনে হয় ও করবে। এখানে আমার কিছু বলার নেই। তবে আমি জানি ও পারবে না। ওর কাছে অফার এসেছিল হৈ চৈ থেকে ও করেনি।’

তবে অভিনেত্রী এও স্বীকার করেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার ব্যাপারটা অত্যন্ত সাধারণ কারণ তিনি জেনেশুনে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন আর এই ইন্ডাস্ট্রির একজনকেই বিয়ে করেছেন।

 

Previous articleছোটদের জন্য মজাদার রূপকথা গল্প
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।