নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হচ্ছে জি-বাংলার সিঙ্গেল মাদারের গল্প ‘কে প্রথম কাছে এসেছি’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মোহনা মাইতি এবং অভিনেতা সায়ন বসু। পর্দায় মধুবনী আর ঋকের জুটি ভালো সাড়া ফেলেছে। তবে টিআরপি ভালো না থাকায় বন্ধ করে দেওয়া হয় এই মেগা ধারাবাহিককে।
এবার ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে মুখ খুললেন স্বয়ং গল্পের নায়ক-নায়িকা। ধারাবাহিকের বন্ধ হওয়ার কিছুদিন আগে এই সময় ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে গল্পের নায়িকা মধুবনী ওরফে অভিনেত্রী মোহনা মাইতি জানান, এখনও বিশ্বাস করত পারছি না। তবে খবরটা একেবারেই সত্যি। যেদিন শুনলাম মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ভাবতেই পারিনি এটা হতে পারে। মনকে বোঝাচ্ছি, যা হয় ভালোর জন্যই হয়। কিন্তু, মানতে পারছি না, (খানিক টা গলা ধরে এল তাঁর। তিনি আরও বলেন, আসলে অনেক আশা নিয়ে তো একটা প্রোজেক্ট শুরু করি। এটা আমার দ্বিতীয় প্রোজেক্ট। প্রথমটার সাফল্যের পর ভেবেছিলাম এটাও দারুণ গল্প, খুব ভালো হবে। কিন্তু, হল না কী করা যাবে।’
ধারাবাহিক শেষ হওয়ার কিছুদিন আগে অভিনেতা সায়ন বসু জানিয়েছিলেন, ‘দু’দিন আগেই খবরটা পেলাম। কী বলব বুঝতে পারছি না, কেন এরকম হল তাও জানি না। আমাদের জুটি দর্শক যথেষ্ট পছন্দ করেছেন, গল্প এগোচ্ছিল নিজের গতিতে। দর্শকদের প্রতিক্রিয়া পেয়েছি, ভেবেছিলাম সামনে আরও চ্যালেঞ্জ আসছে। অনেক টুইস্ট আসবে গল্পে, সেসব এখন অতীত। কিছুতেই বুঝতে পারছি না এটা কেন হল? এই কদিনে সবার সঙ্গে দারুন বন্ডিং হয়ে গিয়েছিল। মিস করব সকলকে।’