‘ছবি তো আমি পরেও করতে পারব, কিন্তু ছেলে মেয়ে বড় হওয়ার সময়টা চলে গেলে আর ফিরে আসবে না…’ বললেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক

রুপোলি দুনিয়ায় প্রচলিত কথা অনুযায়ী, বিয়ের পর নাকি অভিনেত্রীদের কেরিয়ার গ্রাফ নিম্মমুখী হতে শুরু করে। সংসার-সন্তান সামলাতে গিয়ে অনেকেই অভিনয় জগত থেকে বিরতি নেন কিংবা কেউ আবার নিজের সন্তান রেখে নিজের কাজটাকেই বেশি প্রায়োরিটি দেন। তবে আজকের সময়ে দাঁড়িয়ে দুই সন্তানকে নিয়ে সংসার সামলানোর পাশাপাশি অভিনয় জীবনও সমানতালে সামলে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

এখন কোয়েলের জীবনের নতুন অধ্যায় মাতৃত্ব। দায়িত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাজের সংখ্যাও কমিয়েছেন কোয়েল। কিন্তু তা নিয়ে কোনও অভিযোগ নেই অভিনেত্রীর। বরং অভিনেত্রী জানিয়েছন,

‘এখনও পর্যন্ত জীবনের প্রতিটি ধাপ আমি উপভোগ করেছি এবং অভিনেত্রী, স্ত্রী বা মা হিসাবে দায়িত্ব পালনে কোনও রকম ফাঁকি দিইনি। ছবি তো আমি পরেও করতে পারব। কিন্তু ওদের বড় হওয়ার এই সময়টা চলে গেলে তো আর ফিরে আসবে না।’

মাতৃত্ব তাকে বহু দিক থেকে বদলেও দিয়েছে বলে উপলব্ধি কোয়েলের। ছেলেকে সারা দিন বাড়িতে একা ছেড়ে রাখতে পছন্দ করেন না কোয়েল। যদি তাকে সেটা করতেও হয়, সে ক্ষেত্রে তিনি কবীরের সারা দিনের রুটিন তৈরি করে তার পর বাড়ির বাইরে পা রাখেন।

কোয়েলের কথায়, ‘সিসিটিভিতে যখন দেখি ও একা একা ঘরে বসে আছে, তখন খুব কষ্ট হয়। স্কুল থেকে ঠিক সময়ে বাড়ি ফিরছে কি না, কী খাবার খাবে, সবটাই আমার নজরে থাকে।’