‘শহরে এসে বাথরুম পরিষ্কার করেছি, এত ছোট ঘর ছিল যে একজনের থাকতেই কষ্ট হত’, মুখ খুললেন ছোটপর্দার জিষ্ণু ওরফে শমীক চক্রবর্তী

অভিনেতা শমীক চক্রবর্তী

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা দাস এবং অভিনয় মৈনাক বন্দ্যোপাধ্যায়। মেঘ আর নীল ছাড়াও এই ধারাবাহিকে আরও একটি চরিত্র বেশ জনপ্রিয়তা পেয়েছে, সেটি হল জিষ্ণু। মেঘ আর জিষ্ণু’র জুটিও দর্শকের ভীষণ পছন্দের ছিল। যদিও বর্তমানে ধারাবাহিকে গিনির সঙ্গে জিষ্ণু মিল দেখানো হচ্ছে।

ধারাবাহিকে জিষ্ণু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শমীক চক্রবর্তী। সম্প্রতি ‘দিদি নং ১’-এ খেলতে এসেছিলেন অভিনেতা। কৃষ্ণনগরের ছেলে জিষ্ণু। এদিন নিজের শহর ছেড়ে কলকাতায় এসে নিজের পরিশ্রমের কথা তুলে ধরেন অভিনেতা।

অভিনেতা শমীক চক্রবর্তী জানান, ‘নিজের জায়গা ছেড়ে কলকাতায় এসে প্রথম প্রথম অনেক অসুবিধা হয়। ‘একটা ছোট বাড়ি ভাড়া নেন, কিন্তু সেই বাড়িতে এত ছোট ঘর ছিল যে একজন থাকার উপায় ছিল না। একা হাতেই ঘর গুছিয়ে রাখতাম, রান্না করতাম, বাথরুম পরিষ্কার করতাম। বাড়ির সব কাজ সেরে তারপর কাজে যেতাম যদিও খুব বেশিদিন লড়াই করতে হয়নি কিছুদিন পর মডেলিং শুরু করেন এবং সেখান থেকে সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়ে যান।