সোশ্যাল মিডিয়ায় আচমকাই তোলপাড় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে ঘিরে। হঠাৎ গুঞ্জন ইমনকে নাকি তার স্বামী নীলাঞ্জন ঘোষ মারধর করেছেন। শুধু তাই নয় গায়িকাকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই খবরে বিব্রত বোধ করছেন নীলাঞ্জন। আর এই খবর কানে পৌঁছে ইমনের বাবা। মেয়েকে নিয়ে রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি।
এই খবর ছড়িয়ে পড়া মাত্র অনেকেই নাকি গায়িকার কাছে এই বিষয়ে জানতে চাইচ্ছেন। এই গুঞ্জন কতটা সত্য? অবশেষে মুখ খুললেন ইমনের স্বামী নীলাঞ্জন।
আনন্দবাজার ডট কমের কাছে সুরকার বিরক্ত প্রকাশ করে জানান, “ইমনকে নাকি মারধর করেছি! শুধুই মারধর নয়, ওকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছি। এ রকম ভুয়ো খবর শুনে ওর বাবা কষ্ট পাচ্ছেন। সেটাই স্বাভাবিক। এর থেকে খারাপ আর কী হবে?”
তিনি আরও বলেন, “এই খবর কোথা থেকে, কী ভাবে এ খবর ছড়ালো জানি না। কথা কাটাকাটি কোন পরিবারের না হয়! তা বলে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো গুরুতর অভিযোগে চাপিয়ে দেবে?”
যদিও এই সব ভুয়ো খবরে তিনি আর ইমন তেমন গুরুত্ব দেন না পরস্পর হেসে উড়িয়ে দেন তবে এই দুশ্চিন্তার বিষয় এই খবর তাদের মা-বাবা পর্যন্ত পৌঁছে গেছে যেটা একেবারেই কাম্য নয়।