ছবির প্রচারে অনেকেই বিভিন্ন উপায় বার করে থাকেন। ঠিক এমনি একটা ঘটনা ঘটে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে ঘিরে। তার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় শিয়ালদহ স্টেশনের সামনে এক অচেনা পাওনাদারের থেকে টাকা আদায়ের জন্য জনসমক্ষে তাদের ‘হেনস্থা’করছেন অভিনেত্রী।
প্রথমে অবাক হয়েছিলেন পথচারীরা। অভিনেত্রীর এই কান্ড ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। পরে জানা যায় পুরোটাই আসন্ন সিনেমা ‘কপাল’-এর প্রচার কৌশল।
তবে সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ায় একেবারেই এই ঘটনাকে ভালো চোখে নেননি নেটকারিগররা। কারণ এটা সমাজের জন্য কুপ্রভাব পড়বে। অনেকেই নিরীহ পাওনাদারদের উপর এই ব্যবহারটা করতে পারেন এই ভিডিও দেখে। তাই অভিনেত্রীর থেকে এরকমটা আশা করেননি কেউ। এরপরেই কাঞ্চনাকে ঘিরে নিন্দের ঝড় সোশ্যাল মিডিয়ায়।
অবশেষে নিজের এই কাজের জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী। এক ভিডিওতে অভিনেত্রী জানায়, “হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি কাউকে আঘাত করতে চাইনি। তবে যাঁরা আমায় ভালবাসায় ভরিয়েছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু কোনও মানুষকে ছোট করার জন্য এই পরিকল্পনা করিনি আমরা।’