‘আমি মানুষটা সাদামাঠা। আমার মধ্যে জেন জ়ি-র ওই ছাপটা নেই’, বললেন ছোটপর্দার পর্ণা ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা

পল্লবী শর্মা

আজকের যুগে পোশাক পরার ধরন থেকে শুরু করে বাংলা ভাষায় কথা বলার মধ্যেও বেশ বদল লক্ষ্য করা যায়। অনেকেই মনে করেন ইংরেজিতে কথা বললেই ভীষণ স্মার্ট লাগবে, কিংবা হট ড্রেস পরলেই নিজেকে আধুনিকা মনে হবে। কিন্তু এরমধ্যে কোনটাই মনে করেন না ছোটপর্দার ‘পর্ণা’ ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা। বরং এমন চিন্তাভাবনাকে সে ভ্রান্ত ধারনা বলেই মনে করেন।

অভিনেত্রী অত্যন্ত সাধারণ। বাঙালি হয়ে বাংলা ভাষাতে কথা বলতেই গর্ববোধ করেন অভিনেত্রী। শুধু তাই নয়, আধুনিকা দেখাতে হলে যে ছোট পোশাক পড়তে হবে এমনটাও মনে করেন না তিনি। বরং শাড়ি পড়েও যে একটা স্টাইলিস লুক পাওয়া যেতে পারে তেমনটাতেই বিশ্বাসী পল্লবী।

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে একসময় অভিনেত্রী পল্লবী শর্মা জানিয়েছিলেন, ‘জীবন ও সংস্কৃতি খুব দ্রুত গতিতে পালটাচ্ছে। তবে আমার মধ্যে জেন জ়ি-র ওই ছাপটা নেই। কারণ, আমি মানুষটা সাদামাঠা। আসলে টাকাপয়সা, নাম-খ্যাতি সব থাকবে। আবার একটা সময় চলে যাবে। নিজেকে সর্বেসর্বা ভাবাটা বন্ধ করতে হবে মানুষকে।’

অভিনেত্রীর এমন ধারনাই বলে দিচ্ছে, মনে প্রানে আজও বাংলা ঐতিহ্যকে তিনি যথেষ্ট সন্মান করেন।