মায়ের সাথে বিচ্ছেদে বাবাকে আনফলো মেয়ের! ‘সারাকে নিয়ে আমি খুব গর্বিত’, প্রথমবার বড় মেয়েক নিয়ে মুখ খুললেন বাবা যিশু সেনগুপ্ত

সারা সেনগুপ্ত

বাবার সাথে বিচ্ছেদ মায়ের। বাবাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন সারা সেনগুপ্ত। ছোট থেকেই বড় মেয়ে খুব আদরের যিশু’র কাছে। বাবার ছবি প্রোমোশন হোক বা কোনও বিজ্ঞাপন সারাকে যিশুর পাশে পাওয়া যেত। বড় মেয়ে আন্তর্জাতিক জাতীয় মঞ্চে মেয়ের যেদিন প্রথম মডেলিং হাঁটে সোশ্যাল মিডিয়ায় সারাকে নিয়ে গর্বের পোস্ট জ্বলজ্বল করছিল যিশুর ওয়ালে। কিন্তু এক ধাক্কায় যেন সবটা তছনছ।

যিশু সেনগুপ্ত আর নীলাঞ্জনার শর্মার সুখী দাম্পত্যে বিচ্ছেদ। এখনো খাতায় কলমে তারা স্বামী স্ত্রী। ডিভোর্স এখনো সম্পন্ন হয়নি ঠিকই কিন্তু তাদের দুজনের সংসার এখন আলাদা। ছোট মেয়ে জারা এবং বড় মেয়ে সারা দুজনেই বেছে নিয়েছেন তার মা-কে। মায়ের পাশেই দাঁড়িয়েছেন তারা।

বর্তমানে সারা জাতীয় স্তরে একজন জনপ্রিয় মডেল। চারিদিকে তার প্রশংসা। মেয়ের এই সাফল্যে খুশি বাবাও। বিচ্ছেদের পর প্রথমবার বড় মেয়েকে নিয়ে মুখ খুললেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে বড় মেয়ে সারা সাফল্যের প্রসঙ্গে জিতু বলেন, “‘সারাকে নিয়ে আমি খুব গর্বিত। ও আমার থেকেও যথেষ্ঠ স্মার্ট। আমি ওঁর ছবি পেলেই যাঁরা আমার কাছের তাঁদের দেখাই। ও খুব ভালো কাজ করছে। পুরোটাই ও নিজে করেছে। আমি কখনওই বলব না যে আমি বা নীলাঞ্জনা ওঁকে সাহায্য করেছি। ও সবটা নিজে করেছে। ও যা করেছে আমি কখনও তা পারতাম না।”