‘আমার অনেক গর্ব ওকে নিয়ে…ওর মতো মানুষ…’, সহ-অভিনেতা শ্যামাশিষ পাহাড়ি’কে নিয়ে মুখ খুললেন পর্দার কিংকর

অভিনেতা অভ্রজিত চক্রবর্তী

জি-বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী শিরীন পাল এবং অভিনেতা জিতু কমল। শুরু থেকেই এই ধারাবাহিক দর্শকমহলে বিপুল পরিমাণ জনপ্রিয়তা লাভ করেছে।

শুধু নায়ক-নায়িকা নয়, ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র ভীষণ জনপ্রিয়। তেমন একটি চরিত্র হল সতিনাথ বসু, অপর্ণার বাবা। এই চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা শ্যামাশিষ পাহাড়ি। পর্দার সতুর মতোই বাস্তবে আদ্যোপান্তে একজন বড় মনের মানুষ শ্যামাশিষ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্যামাশিষের প্রশংসা জানালেন তারই সহ-অভিনেতা অভ্রজিত চক্রবর্তী। যিনি ধারাবাহিকে কিংকর চরিত্রে অভিনয় করছেন।

ফেসবুকে শ্যামাশিষ পাহাড়ির সাথে ছবি শেয়ার করে অভ্রজিত লেখেন, “বছরের শেষ দিন কিন্তু এই মানুষ টাকে নিয়ে লেখাই হয়নি ,আমার জীবনে অনেক বন্ধু দেখেছি পাড়ার বন্ধু ছাড়া এই কর্মকাণ্ডে এ হেন মানুষ আমার কম দেখা বা দেখিনি…একাধারে বাবা,শিল্পী,গায়ক,বন্ধু…হিসেব করে না, বাড়ি ফেরার সময় গাড়ি চালিয়ে সবাইকে নামিয়ে তবে বাড়ি যাএ,খুশির খবর চেপে রাখতে পারেন না, দুঃখ মনের মধ্যে গুমড়িয়ে রাখে, ফেসবুকে কটূক্তি শুনে বোঝাবার চেষ্টা করে, নিজে খেলে বাকিদের কথা জিজ্ঞেস করে খেয়েছিস?’

ছোটপর্দার কিংকর লেখেন, “অভিনয় গুণে যখন পুরো শুটিংয়ের লোকের চোখে জল একগাল হাসি আর ভুঁড়ি নিয়ে জিজ্ঞেস করে কেমন হলো রে, রাগ বলে কোনও বস্তু দেখিনি, চোখ বন্ধ করে ওনার গান শুনলে মনে হয় concert শুনছি, সু সহ অভিনেতা, গুণী, মননশীল বন্ধু শ্যামাশিস পাহাড়ী,আমার অনেক গর্ব ওকে নিয়ে ওকে অনেক বকি আমি পড়ে ভাবি ওই ঠিক, দোকানদার বেশি টাকা দিয়ে ফেললে গাড়ি চালিয়ে ফেরত দিতে যাওয়া আমার বন্ধু।”