‘আমি নাকি খুব অহংকারী…’ মুখ খুললেন ছোটপর্দার অপর্ণা ওরফে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ‘করুণাময়ী রানী রাসমণি’ মতো কালজয়ী ধারাবাহিকের বহু বছর পর আবার বাংলা সিরিয়ালের ফিরছেন তিনি। বর্তমানে অভিনেতা জিতু কমল এবং তার জুটি পর্দায় সুপারহিট।

পর্দার অপুর মতোই বাস্তবে দিতিপ্রিয়া আদর্শ। বাবা ক্যান্সার ধরা পড়ার পর থেকে ক্লাস নাইনে পড়াকালীন গোটা সন্সারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। সিরিয়ালে যেহেতু বেশি রোজগার তাই সেই সময় সংসারের দায়িত্ব সামলাতে সেটা বেছে নিয়েছিলেন দিতিপ্রিয়া। অভিনয় করার পাশাপাশি সমানভাবে পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে চান তিনি। তিনি উচ্চ শিক্ষিত হতে চান।

তবে মাঝেমধ্যেই তার দিকে ধেয়ে আসে কটাক্ষ। দিতিপ্রিয়াকে অনেকেই বলে থাকেন তিনি নাকি খুব অহংকারী। একসময় এবিপি আনন্দের এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। সেই সময় অভিনেত্রী জানান,  “আমি সেলিব্রেটি তকমাটা পছন্দ করি না। আমি খুব কম কথা বলি তাই লোকে বলে আমি খুব অহংকারী কিন্তু সেটা নয়। আমি একটু কম কথা বলি তাই বলে এই নয় আমি মাটিতে পা দিয়ে চলতে পারি না। আসলে আমি ‘হোম সিক’। আমি বাড়িতে থাকতে পছন্দ করি আবার কেউ যদি আমার সাথে সেলফি তুলতে আসে আমার খুব ভালো লাগে কারন আজ তাদের জন্যই আমি এই জায়গায় কিন্তু অনেক সময় হয়তো আমরাও মানুষ মন খারাপ থাকতেই পারে তাই হয়তো অনেকে বলে দেয় অহংকারী।”