বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রথমেই রয়েছেন শ্বেতা ভট্টাচার্য। যদিও অভিনেত্রীকে ‘কোন গোপনে মন ভেসেছে’র শ্যামলী হিসাবেই বেশি চেনেন ছোটপর্দার দর্শক।
ইতিমধ্যেই বড় পর্দায় দেবের বিপরীতে অভিনয় করে ফেলেছেন তিনি। প্রজাপতি ছবিতে দেবের নায়িকার ভূমিকায় দেখা গেছিল তাকে। যোগ্যতা থাকা সত্বেও কেন ধারাবাহিকেই আটকে আছেন অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানান,
‘আমার কাছে এই ছবিটা একটা বিরাট বড় পাওনা ছিল। ছবিটা হয়ে যাওয়ার পর, আমায় অতনু দা বলেছিলেন যেন আমি সিরিয়াল করা বন্ধ করে দেই। আমাকে বলা হয়, একটু অপেক্ষা কর ভালো কিছু ছবির অফার আসবে।’
তবে সংসার চালানর জন্য, মা-বাবাকে ভালো রাখার জন্য ভালো ছবির অপেক্ষায় বসে থাকা সম্ভব ছিলনা অভিনেত্রীর জন্য।
শ্বেতা আরও বলেন, ‘সত্যি বলতে গেলে আমি শুভশ্রী গাঙ্গুলী নই, কোয়েল মল্লিক নই, বা শ্রাবন্তী চ্যাটার্জীও নই যে চাইলেই আমি কাজ পেয়ে যাব, অথবা আমাকে ছবির নায়িকা বানানোর জন্য প্রযোজকরা বসে আছে। এই কথা স্বীকার করতে আমার দ্বিধা নেই যে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি নিজের জায়গা করতে পারিনি যেটা কিছুটা হলেও টেলিভিশনের ক্ষেত্রে পেরেছি, এই ১৫ বছরের লিড রোল করে।’
‘এরপরেও ছবিতে ভালো চরিত্রের জন্য বসে থাকলে আমার না হলেও আমার মা-বাবার কষ্ট হবে। ছোট থেকে আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন তারা। এবার অন্তত তাদের কষ্ট দিতে চাই না। সেই জন্যেই টেলিভিশনকে আমি ছাড়তে পারবো না। আমায় পরিচিতি দিয়েছে, দু’বেলা অন্ন-সংস্থান দিয়েছে এই জায়গা।’