বিগত কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়ায় সায়ক চক্রবর্তীর প্রাক্তন বৌদি সুস্মিতা রায় ভীষণভাবেই ট্রোলড হচ্ছেন। যা বলা যায় সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে উঠেছে। বিচ্ছেদের পর থেকে একাধিক বার নেটিজেনদের রোষের মুখে পরতে হচ্ছে অভিনেত্রীকে। এমনকি ছাড় পাচ্ছেন না তার মাও। সুস্মিতা আর তার মাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হচ্ছে।
যা নিয়ে কয়েকদিন আগে একটি ভিডিও শেয়ার করে মন্তব্য করেছেন অভিনেত্রী। সুস্মিতা জানিয়েছিলেন কিভাবে সোশ্যাল মিডিয়াতে তাকে এবং তার মাকে কথার মাধ্যমে ধর্ষণ করা হচ্ছে। আর তার এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।
শুধু নেটিজেন নয়, সুস্মিতার এই মন্তব্যে একাধিক সংবাদ মাধ্যমের তরফ থেকে সেই খবর ছড়িয়ে পরেছে। এক সংবাদ মাধ্যমে সুস্মিতার বক্তব্যকে কেন্দ্র করে লেখা হেডলাইন দেখে বেজায় চটেছেন প্রাক্তন স্বামী সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী।
সেই সংবাদ মাধ্যমের হেডলাইন ফেসবুকে তুলে ধরে ক্ষোভ উগড়ে দেন সায়কের দাদা। সব্যসাচী চক্রবর্তী সেই সংবাদমাধ্যমকে উদ্দেশ্যে করে লেখেন, “কাক কখনও কাকের মাংস খায় না । আমাদের সাংবাদিকদের এসবের বালাই নেই অবশ্য । কারও মা-কে নিয়ে এভাবে বলা যায় ? সুস্মিতা মানসিক ধর্ষণের প্রসঙ্গ তুলেছিলো সোশ্যাল মিডিয়ার ট্রোল নিয়ে । এটা ওর ব্যক্তিগত, আমার এখানে কিছুই বলার নেই।
সোশ্যাল মিডিয়ায় মানসিক ধর্ষণ আর ধর্ষণের মধ্যে ফারাক যদি কেউ না বোঝে, সে মানসিক ভাবে অসুস্থ । এরকম অশিক্ষিত, মানসিক অসুস্থরা আছে সব জায়গায় । আমাদের প্রফেশনেও আছে । আমি লজ্জিত, সাংবাদিক হিসেবে। সুস্মিতার মায়ের স্ট্রাগেল আমি জানি । এই বয়সে এটা ওনার প্রাপ্য নয় । আমার সাথে তার সম্পর্ক কীরকম সেটা এখানে ম্যাটার করে না । সামাজিক এই অসম্মান খুব খুব ভয়ঙ্কর । সেটা মা মেয়ে যেকোনও মেয়ের ক্ষেত্রেই।
ধর্ষণকে খিল্লিবাজির পর্যায়ে নামানোর জন্য আমি পুরুষ হিসেবে লজ্জিত । যদি সুস্মিতাও এরকম কোনও কথা বলে থাকে, যাতে এই হেডলাইনস করার স্কোপ থাকে, সেক্ষেত্রেও আমার লজ্জিত হওয়া উচিৎ।

