বিআর চোপড়ার ‘মহাভারত’-এ দ্রৌপদীর চরিত্রে অভিনয়, পুরো কেরিয়ার গ্রাফটাই বদলে দেয় বাঙালি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। তবে একসময় বাংলা ছবি, মেগা সিরিয়াল, টেলিফিল্ম সহ সব ধরনের মাধ্যমেই অভিনয় করেছেন রূপা। মুম্বইয়ে পাড়ি দেওয়ার পর বেশ কয়েকটি হিন্দি সিরিয়ালেও কাজ করেন অভিনেত্রী।
হিন্দিভাষী না হয়েও গড়গড়িয়ে হিন্দি বলতে পারেন রূপা। বাঙালি হয়েও অভিনেত্রীর হিন্দি শুনে বোঝার উপায় নেই যে তিনি হিন্দিভাষী নন। একবার ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ টকশোতে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ, রূপা কে জিজ্ঞেস করেছিলেন, “তুই এত ভাল হিন্দি বলিস কী করে?”
সেইসময় রুপা জানিয়েছিলেন, “আমি হিন্দি বলতে পারতাম না একেবারে। আমার মধ্যে একটা গুণ আছে, খুবই তাড়াতাড়ি উচ্চারণ তুলে নিতে পারি যে কোনও ভাষার। তবে এখনও আমার হিন্দি বলতে গেলে স্ত্রীলিঙ্গে-পুলিঙ্গে গোলমাল হয়ে যায়। মহাভারত করার সময় হিন্দিতে ডাবিং করতাম। সেই সময় সিরিয়ালেও ডাবিং হত প্রত্যেকদিন। কোয়ালিটি মেইনটেইন করার জন্য নির্মাতারা এটা করাতেন।”
“সেই সময় হিন্দিটা ভাল করে ঝালিয়ে নিতে পেরেছিলাম। খাতা-বইপত্র নিয়ে হিন্দিচর্চা শুরু করেছিলাম। ঠিক যে কারণে আমি খুব ভাল গড়গড়িয়ে হিন্দি লিখতে পারি। এছাড়া, আমি ভীষণই নির্লজ্জ। কোনও কিছু শিখতে আমার কোনও কুণ্ঠা নেই। সকলকে বলে রাখতাম, আমার হিন্দি বলায় ভুল থাকলেই ধরিয়ে দিতে। সেই নির্দেশ দেওয়া থাকত স্পট বয়দেরও।”