বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চিত নাম সায়ক চক্রবর্তী। অভিনয় থেকে ভ্লগিং সর্বত্র দর্শকের মন জিতে নিয়েছে। নিয়মিত ফেসবুকে নিজের দৈনিক কাজকর্ম শেয়ার করে থাকেন। তবে সমালোচনার মুখেও পড়েছেন বহুবার।
কিছুদিন আগে গায়িকা দেবলীনা নন্দীকে ঘিরে তার বিরুদ্ধে উঠেছিল পরকীয়ার অভিযোগ। যদিও সেই সব ট্রোলে পাত্তা দেন না অভিনেতা বরং বন্ধু দেবলীনাকে আগলে রেখেছেন তিনি।
তবে আচমকাই তার সম্প্রতি একটি ভিডিও আবার শিরোনামে। এই ভিডিওতে সায়ককে বলতে শোনা যায়, ‘আমি এখন অন্যের বউকে নিয়ে ঘুরছি’। কথাটা দৃষ্টিকটু লাগলেও পুরোটাই মজার ছলে।
আসলে সরস্বতী পুজো প্রেমিক প্রেমিকারা ঘুরে বেরায় কিন্তু সায়ক তো সিঙ্গেল। তার শেয়ার করা ভিডিওতে দেখা যায় স্কুটির পেছনে একজন মহিলা বসে আছেন এবং সায়ক ক্যামেরার দিকে তাকিয়ে খুব মজার ছলে বলেন, তিনি অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরে বেরাচ্ছি।
কিন্তু সায়ক স্কুটির পিছনে কাকে নিয়ে ঘুরছেন সেই কৌতূহলে মানুষ সমালোচনা শুরু করে দেন। আসলে সায়কে স্কুটিতে বসা ওই মহিলা এক পরিচিতের স্ত্রী। পরে সায়কের ভ্লগে দেখা যায় মহিলার স্বামী পিছন পিছন স্কুটি নিয়ে আসছেন। আসলে নেটিজেনদের সাথে মজা করার জন্যই সায়ক এই ভিডিওটি করে ।

