‘আমার এখনও মায়ের চরিত্র করার বয়স হয়নি, এক বার করেছি বলে বারবার করব না’, বললেন বাসবদত্তা চট্টোপাধ্যায়

বাসবদত্তা চট্টোপাধ্যায়

‘বয়েই গেল’-র জনপ্রিয় নায়িকা অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। যিনি ছোটপর্দার দর্শকের কাছে পরিচিত মুখ।শুধু ছোটপর্দায় নয় বড়পর্দায়ও দাপিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। তবে ছোটপর্দা ‘গানের ওপারে’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি শুরু তার।

সম্ভবত অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়-কে ছোটপর্দায় শেষ দেখা যায়  ‘নেতাজি’ ধারাবাহিকে। তারপর ছোটপর্দায় আর দেখা যায়নি। এই মুহূর্তে মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত অভিনেত্রী। তবে ছোটপর্দা থেকে পাচ্ছেন একাধিক কাজের অফার। শোনা যাচ্ছে, প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন বাসবদত্তা। কিন্তু কেন? সেই প্রসঙ্গে আনন্দ বাজার অনলাইনের কাছে মুখ খুললেন অভিনেত্রী।

অভিনেত্রী জানায়, ‘নেতাজি ধারাবাহিকে তিনি সুভাষচন্দ্র বসুর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রভাবতী দেবীর মতো একটি চরিত্রে সুযোগ পেয়ে তিনি গর্বিত। তাই সেখানে এরকম একটা চরিত্রে পেয়ে অভিনেত্রী রাজী হয়েছিলেন। প্রভাবতী দেবীর করার পর থেকে তার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আরও আগ্রহ বেড়ে গেছে”।

বাসবদত্তা আরও জানায়, “নেতাজিতে মায়ের চরিত্রে অভিনয় করেছি বলে একাধিক মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসছে। আমি মনে করি না আমার এখন মায়ের চরিত্র করার বয়স হয়েছে।  প্রভাবতী দেবীর মতো চরিত্র করেছিলাম বলে এই নয় যে, বারবার মায়ের চরিত্রে অভিনয় করব”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here