
ফের আবারও ছোটপর্দায় এক জনপ্রিয় পরিচালকের হাতে কাজ নেই। অয়ন সেনগুপ্তের পর আবারও এক পরিচালক কাজ হারা। একাধিক ধারাবাহিক এবং টেলিফিল্ম তার থলেতে রয়েছে কিন্তু আজ তিনি সুযোগ পাচ্ছেন না পরিচালক হিসাবে। তিনি হলেন অনিন্দ্য সরকার।
পরিচালক অভিনেতা অনিন্দ্য সরকার আনন্দবাজার অনলাইনকে এই বিষয়ে জানান, “আমার নাকি বয়স হয়ে গিয়েছে। আমি নাকি আর পরিচালনা করতে পারছি না, এই অজুহাতে কাজ দেওয়া বন্ধ হয়ে গিয়েছে।”
পরিচালকের কাজ না পাওয়া বাধ্য হয়েই ক্যামেরার সামনে আসতে হয় তাকে। নানা ধারাবাহিকে অভিনয় করছেন। এই মুহূর্তে রয়েছেন স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে। বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে ক্ষোভের সাথে তিনি জানিয়েছেন, “পুরো কাঠামোই যেন বদলে গিয়েছে। আমাদের সময় বিনোদন দুনিয়া পরিচালকদের মাধ্যম ছিল। এখন লেখকদের। এখন সমস্ত লেখকই প্রযোজক।” উদাহরণ হিসাবে তিনি উল্লেখ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, সুশান্ত দাসের নাম। এঁরা নিজেরাই লিখছেন, নিজেরাই ধারাবাহিক প্রযোজনা করছেন। এবং নিজেদের সহকারীদেরই পরিচালকের চেয়ারে বসাচ্ছেন। আমরা কিন্তু ছোট পর্দায় ধারাবাহিক দেখার অভ্যাস দর্শকদের মধ্যে তৈরি করে দিয়েছিলাম। উত্তরসূরিরা এখন পরিচালক হয়েছেন। আমরা সম্মান হারিয়েছি!”
তিনি আরও জানান, আমি এতটাই সিনিয়র হয়ে গিয়েছি যে, আমায় নাকি কিছু বলা যায় না। এখনকার পরিচালনা সম্পর্কেও সজাগ নই।”
সুত্রঃ https://www . anandabazar . com/entertainment/mega-serial-director-anindya-sarkar-does-not-getting-chance-to-direct-television-serial-dgtl/cid/1618060