পারিবারিক পরিচিতির কারণেই ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না, আক্ষেপ বিদিশা চক্রবর্তীর

বিদিশা চক্রবর্তী

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও বিদীপ্তা চক্রবর্তীর বোন বিদিশা চক্রবর্তী। তার আরও একটা পরিচয় হল সে প্রয়াত অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তীর মেজো কন্যা। সদ্য শেষ হওয়া জি বাংলার ‘অষ্টমী’ ধারাবাহিকে উজ্জয়িনীর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন বিদিশা। ধারাবাহিক শেষে মন খারাপ অভিনেত্রীর। নাকি তার মন খারাপের পেছনে লুকিয়ে আছে অন্য কোন কারণ।

জন্মসূত্রে তারকা পরিবারের লোকজন অনায়াসেই ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়ে যান একথা নতুন নয়। তবুও ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না এমনটাই দাবি বিদিশার। তারকা পরিবারের মেয়ে হয়েও হাতে কাজ নেই। অভিনেত্রীর কথায়,’বিখ্যাত বাবা এবং বিখ্যাত দিদি-বোন থাকাটা আমার কাছে অভিশাপ। এর জন্যই আমি কাজ পাচ্ছি না।’ কিন্তু কেন এমন মন্তব্য করলেন অভিনেত্রী?

বিদিশা চক্রবর্তী

সম্প্রতি টিভি নাইন বাংলা ডিজিটালকে বিদিশা জানান, তারকা কন্যা হওয়া সত্ত্বেও কোন সুযোগ সুবিধাই পাননি অভিনেত্রী। বরং বিদিশা জানিয়েছেন, ‘আমাকে কাজ দেওয়ার সময় ইন্ডাস্ট্রির লোকজন বলছেন, ‘তুই তো ওই পরিবারের মেয়ে। তোর তো কাজ জুটে যাবেই’। বিশ্বাস করুন, এমনটা সকলে বলছেন বলেই আমার আর কাজ জুটছে না। আমি শেষ কাজ করেছিলাম ‘অষ্টমী’ সিরিয়ালে। টানা ১০-১২দিন ডেট ছিল আমার। তারপর সিরিয়াল চলল না টিআরপির কারণে। আমিও আর কাজ পাচ্ছি না।’

এর আগে ‘গুড্ডি’ ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে ছিলেন বিদিশা। তারপর থেকে তেমন কোন বড় প্রোজেক্টে কাজের সুযোগ আসেনি অভিনেত্রীর। সম্পর্কে দিদি হোক বা বোন কেউই অভিনেত্রীর কাস্টিং এর জন্য কথা বলতে নারাজ সেটাও অভিনেত্রীর কথাতেই স্পষ্ট।

বিদিশা আরও বলেন, ‘দিদি এবং বোন আমার কথা কাস্টিংয়ের জন্য বলতে কিছুক্ষেত্রে কুণ্ঠিত। এবং সেটাই স্বাভাবিক। তাঁরাই বা কেন আমার কথা বলতে যাবেন। বিষয়টা তো ভালও দেখায় না। সত্য এটাই, লোকের এমন একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে, পারিবারিক পরিচিতির কারণেই নাকি আমি কাজ পেয়ে যাব। লোকে ডেকে-ডেকে আমাকে কাস্ট করবেন তাঁদের প্রোজেক্টে। সকলকে অনুরোধ করছি, এমন ভাবনা থেকে বেরিয়ে আসুন। আমি কাজ করতে আগ্রহী। সেটা আমাকে করতে দিন।’